ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

জিয়াউর রহমান স্বাধীনতার ৩ নম্বর পাঠক: হানিফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, জুন ২৯, ২০১৯
জিয়াউর রহমান স্বাধীনতার ৩ নম্বর পাঠক: হানিফ

কুষ্টিয়া: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক নন, তিনি তিন নম্বর পাঠক ছিলেন। তাকে জোর করে ধরে এনে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করানো হয়েছিল।

শনিবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

হানিফ বলেন, বিএনপি কখনও সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী ছিলেন না।

কারণ এই দলটির জন্মই হয়েছিল অবৈধভাবে, সামরিক ছাউনিতে। এবারও বিএনপি সংসদে এসে সংসদকে বিতর্কিত করার চেষ্টায় লিপ্ত হয়েছে।

এ সময় জেলা আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, জুন ২৯, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।