ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ফেনীতে সুসংগঠিত আওয়ামী লীগ, ইউনিয়ন-ওয়ার্ডে কমিটি ঘোষণা

সোলায়মান হাজারী ডালিম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৯
ফেনীতে সুসংগঠিত আওয়ামী লীগ, ইউনিয়ন-ওয়ার্ডে কমিটি ঘোষণা আওয়ামী লীগের লোগো ও দলীয় প্রতীক

ফেনী: ফেনীর চার পৌরসভা, ৪৩টি ইউনিয়ন ও ৪৪৩টি ওয়ার্ডে আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট উপজেলা ও পৌর শাখা নবগঠিত কমিটিসমূহ অনুমোদন দেয়। জুলাই মাসব্যাপী এসব জেলা ও উপজেলার নেতাদের উপস্থিতিতে সম্মেলন অনুষ্ঠিত হয়।

ফেনী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহীদ খোন্দকার জানান, ফেনী সদর উপজেলার ১২ ইউনিয়নের মধ্যে ১১টিতে কমিটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৭টিতে দলীয় চেয়ারম্যানরা স্থান পেয়েছেন।

শর্শদীতে আবুল হাসেম সভাপতি ও সফিকুর রহমান পাটোয়ারি সাধারণ সম্পাদক পদ পেয়েছেন। হাসেম জেলা সাংগঠনিক সম্পাদকেরও দায়িত্বে রয়েছেন। পাঁচগাছিয়ায় সদর উপজেলা ছাত্রলীগের সাবেক দুই সভাপতি মাহবুবুল হক লিটনকে সভাপতি ও আনোয়ার হোসেন মানিককে সাধারণ সম্পাদক করা হয়েছে। লিটন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকের পাশাপাশি জেলা পরিষদ সদস্য আর মানিক দুইবারের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। ধর্মপুরে এম জাফর আহম্মদ সভাপতি ও শাহাদাত হোসেন সাকা সাধারণ সম্পাদক পদ পেয়েছেন। সাকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।

কাজিরবাগে সদ্য সাবেক কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী বুলবুল আহমেদ সোহাগকে সভাপতি করা হয়েছে। সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুর রউফ হয়েছেন সাধারণ সম্পাদক। কালিদহে রফিকুল ইসলাম সভাপতি ও দিদারুল আলম সাধারণ সম্পাদক পদে বহাল রয়েছেন। বালিগাঁওতে জিয়াউল হাসান চৌধুরী কায়েসকে সভাপতি রেখে সাধারণ সম্পাদক পদে আনা হয়েছে নতুন মুখ। এ পদে স্থান পেয়েছেন ইউনিয়ন যুবলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ। লেমুয়ায় সদ্য সাবেক সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোশারফ উদ্দিন নাছিম সভাপতি হয়েছেন। আর সাধারণ সম্পাদক হয়েছেন গজনবী শিপন। ছনুয়ায় জমির উদ্দিন ভূঞা সভাপতি ও এমদাদুল হক তপন সাধারণ সম্পাদক হিসেবে বহাল রয়েছেন। ফাজিলপুরে গতবারের সভাপতি ইউপি চেয়ারম্যান মজিবুল হক রিপনকে সভাপতি রেখে আকবর হোসেন মানিককে সাধারণ সম্পাদক করা হয়েছে। ফরহাদ নগরে সাবেক সভাপতি ফোরকান চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন টিপু অপরিবর্তিত রয়েছেন।

দাগনভূঞা উপজেলার ৮ ইউনিয়ন ও এক পৌরসভার সবকটি ইউনিটে আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে খায়েজ আহম্মদ ও মেয়র ওমর ফারুক খান অপরিবর্তিত রয়েছেন। ইউনিয়ন পর্যায়ে ৮টির ৬টিতেই পরিবর্তন আনা হয়েছে। এসব ইউনিয়নের নেতৃত্বে প্রবীণদের পাশাপাশি নতুনদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর মধ্যে সিন্দুরপুরে সভাপতি হয়েছেন মাস্টার সফিকুর রহমান ও সাধারণ সম্পাদক হয়েছেন ইউপি চেয়ারম্যান নূর নবী। রাজাপুরে মো. শাহজাহান সভাপতি ও আনোয়ার হোসেন ভূঞা সাধারণ সম্পাদক, পূর্ব চন্দ্রপুরে খুরশিদ আলম তপন সভাপতি ও সাধারণ সম্পাদক সিরাজ উদদৌলা, রামনগরে নুরুল আমিন মেম্বার সভাপতি ও নাছিমুল নাদিম সাধারণ সম্পাদক, ইয়াকুবপুরে ইয়াছিন মোল্লা সভাপতি ও আবদুছ ছাত্তার সাধারণ সম্পাদক, সদর ইউনিয়নে রাজ্জাক আলী সভাপতি ও নুরুল হুদা সাধারণ সম্পাদক, মাতুভূঞায় মোহাম্মদ ইস্রাফিল মেম্বার সভাপতি ও আবদুল্লাহ আল মাসুদ সাধারণ সম্পাদক ও জায়লস্করে পেয়ার আহম্মদ সভাপতি ও মহিউদ্দিন হায়দার সাধারণ সম্পাদক হয়েছেন।

সোনাগাজী উপজেলার ৯ ইউনিয়ন ও এক পৌরসভার সবকটি ইউনিটে আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। পৌর কমিটিতে ইমাম উদ্দিন সেলিম পাটোয়ারিকে সভাপতি রেখে সাধারণ সম্পাদক পদে আবু তৈয়ব বাবুল নতুন মুখ। চরমজলিশপুরে সভাপতি হয়েছেন মো. নূর নবী মাস্টার। সাধারণ সম্পাদক হয়েছেন ইউপি চেয়ারম্যান এম এ হোসেন। বগাদানায় সাবেক সভাপতি হোসেন মো. আলমগীর ও সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বাবুল পুনরায় সভাপতি-সাধারণ সম্পাদক হয়েছেন। মঙ্গলকান্দিতে বিগত কমিটির সভাপতি জসিম উদ্দিন বাহারকে পুনরায় সভাপতি পদে রাখা হয়েছে। সাধারণ সম্পাদক হয়েছেন ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল। মতিগঞ্জে মো. ইসমাইল সভাপতি ও ডা. মাহফুজ আলম মিয়াজী সাধারণ সম্পাদক হয়েছেন। চর দরবেশে মাস্টার মো. সাহাব উদ্দিন সভাপতি ও নাজির আহম্মদ বেলাল সাধারণ সম্পাদক, চর চান্দিয়ায় মো. সেলিম জাহাঙ্গীর সভাপতি ও আবদুর রহিম মানিক সাধারণ সম্পাদক, সদরে বাহার উদ্দিন ভূঞা সভাপতি ও এবি ছিদ্দিক দুলাল সাধারণ সম্পাদক, আমিরাবাদে মফিজুর রহমান সভাপতি ও আবদুল বারিক আরু মিয়া সাধারণ সম্পাদক, নবাবপুরে দেলোয়ার হোসেন সভাপতি ও আমজাদ হোসেন বিপ্লব সাধারণ সম্পাদক হয়েছেন।

ফুলগাজী উপজেলার ৬ ইউপির ৫টিতে অপরিবর্তিত রয়েছে। সদর ইউপিতে বর্তমান সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারি সাধারণ সম্পাদক পদে বহাল রয়েছেন। উপজেলা কমিটির দপ্তর সম্পাদক জসিম উদ্দিন করিম সভাপতি হয়েছেন। জিএমহাটে সৈয়দ জাকির হোসেন রতন সভাপতি ও ইউনিয়ন যুবলীগ সভাপতি মাইন উদ্দিন সাধারণ সম্পাদক হয়েছেন। এছাড়া মুন্সিরহাটে হাজী কাজী গিয়াস উদ্দিন সভাপতি, মাস্টার মো. মিজানুর রহমান সাধারণ সম্পাদক, দরবারপুরে ওমর মিয়া সভাপতি ও বলরাম গোপ সাধারণ সম্পাদক, আনন্দপুরে মজিবুল হক সভাপতি ও ফয়েজ আহম্মদ পাটোয়ারি সাধারণ সম্পাদক, আমজাদ হাটে ইউপি চেয়ারম্যান মীর হোসেন মীরু সভাপতি ও জেলা পরিষদ সদস্য দেলোয়ার হোসেন মজুমদার সাধারণ সম্পাদক পদে বহাল রয়েছেন।

পরশুরাম উপজেলার ৩ ইউপি ও এক পৌরসভা; দু’টিতে নতুন মুখ আনা হয়েছে। পৌরসভায় বর্তমান উপজেলা কমিটির সহ-সভাপতি শহীদ উল্যা মজুমদারকে সভাপতি ও জেলা যুবলীগ সহ-সভাপতি রসুল আহম্মদ মজুমদার সাধারণ সম্পাদক হয়েছেন। মির্জানগরে সভাপতি পদে জামশেদুল আলম ও সাধারণ সম্পাদক পদে ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টু, বক্সমাহমুদে সভাপতি পদে আবদুল গফুর ও সাধারণ সম্পাদক পদে মো. হানিফ অপরিবর্তিত রয়েছেন। চিথলিয়ায় সাধারণ সম্পাদক পদে ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন বুইজ্জাকে রেখে সভাপতি পদে নতুন মুখ মো. শেখ আহম্মদ খোকা।

ছাগলনাইয়া উপজেলার ৫ ইউপি ও এক পৌরসভার কমিটি ঘোষণা করা হয়েছে। পৌরসভায় মেয়র মো. মোস্তফা ও জসিম উদ্দিন নেতৃত্বাধীন কমিটি অপরিবর্তিত রাখা হয়েছে। মহামায়া ইউপিতে শাহজাহান মিনু সভাপতিকে সাধারণ সম্পাদক পদে পরিবর্তন আনা হয়েছে। সম্পাদক হয়েছেন উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান গরিব শাহ হোসেন বাদশা চৌধুরী। এছাড়া পাঠাননগরে এয়ার আহম্মদ ভূঞা সভাপতি ও ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল সাধারণ সম্পাদক, রাধানগরে মাঈন উদ্দিন মজুমদার সভাপতি ও বেলায়েত হোসেন মান্না সাধারণ সম্পাদক, শুভপুরে ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ সেলিম সভাপতি ও কামাল উদ্দিন সাধারণ সম্পাদক, ঘোপালে আক্তার হোসেন স্বপন সভাপতি ও ইউপি চেয়ারম্যান আজিজুল হক মানিক সাধারণ সম্পাদক হয়েছেন।

বাংলাদেশ সময়: ০৭৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
এসএইচডি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।