খুলনা: দীর্ঘ ১৬ বছর পর খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে সোমবার (২৪ ফেব্রুয়ারি)। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের তিনটি পদে প্রার্থী হয়েছেন ১২ জন।
পাঁচটি থানা কমিটির ৫০৫ জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক। সম্মেলন সফলে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। সম্মেলন ঘিরে চাঙ্গা হয়ে উঠেছেন নেতা-কর্মীরা।
মহানগর বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মাসুদ হোসেন রনি জানান, সভাপতি পদে বিএনপি নেতা এস এম শফিকুল আলম মনা, তারিকুল ইসলাম জহির ও সাহাজী কামাল টিপু; সাধারণ সম্পাদক পদে বিএনপি নেতা শফিকুল আলম তুহিন, কাজী মাহমুদ আলী ও নাজমুল হুদা চৌধুরী সাগর প্রার্থী হয়েছেন। সাংগঠনিক সম্পাদকের তিনটি পদে প্রার্থী হয়েছেন বিএনপি নেতা শের আলম সান্টু, মাসুদ পারভেজ বাবু, মাহবুব হাসান পিয়ারু, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, তারিকুল ইসলাম তারিক ও শেখ সাদী। দলীয় সূত্রে জানা গেছে, সার্কিট হাউস মাঠে সোমবার সকাল ১০টায় সম্মেলন শুরু হবে। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সম্মেলনের প্রথম পর্বের পর বেলা সাড়ে ৩টায় জেলা স্টেডিয়ামের জিমনেশিয়াম ভবনে অনুষ্ঠিত হবে কাউন্সিল অধিবেশন। কাউন্সিলে ভোটার রয়েছেন পাঁচটি থানার ৫০৫ জন। ইতোমধ্যে ছবিযুক্ত ভোটার তালিকা তৈরি করা হয়েছে।
মহানগর বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মিজানুর রহমান মিলটন জানান, সম্মেলন সফল করতে মহানগর বিএনপির পক্ষ থেকে নগরীতে চলছে মাইকিং। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে স্থাপন করা হয়েছে প্ল্যাকার্ড। রাতে দলীয় কার্যালয় ও শিববাড়ি মোড়সহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আলোকসজ্জা করা হয়েছে চলছে মঞ্চ তৈরির কাজ। নির্মাণ করা হয়েছে অসংখ্য তোরণ। এছাড়া প্রার্থীরা নিজেদের ছবি সম্বলিত প্যানা ও প্ল্যাকার্ড স্থাপন করেছে। সমাবেশস্থলে ও আশপাশের ৫০টি মাইক থাকবে। নিরাপত্তায় আইন-শৃঙ্খলাবাহিনীর পাশাপাশি দলীয় ১০১ সদস্যের স্বেচ্ছাসেবী থাকবেন। সম্মেলনস্থল সিসি ক্যামেরার চোখ থাকবেন। সম্মেলন সফল করতে কাজ করছে ২১টি উপ-কমিটি। দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের পদচারণা বেড়েছে। বিএনপি নেতারা জানান, ২০২১ সালের ৯ ডিসেম্বর মহানগর বিএনপির ৩ সদস্যের আহ্বায়ক কমিটি এবং পরে ২০২২ সালের ১ মার্চ ৭১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠিত হয়েছিল। ইতোমধ্যে নগরীর ৩১টি ওয়ার্ড, তিনটি ইউনিয়ন ও পাঁচটি থানায় সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সম্মেলনের পর মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি হবে ১৫১ সদস্যের। এর আগে খুলনা মহানগর বিএনপির সবশেষ সম্মেলন হয়েছিল ২০০৯ সালের ২৩ নভেম্বর। মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন জানান, কাউন্সিলর, ডেলিগেট, আমন্ত্রিত অতিথিসহ প্রায় ১০ হাজার নেতা-কর্মীর সমাগম হবে খুলনা সার্কিট হাউজ মাঠে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
এমআরএম