ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বিএনপির নয়াপল্টন অফিসে আগুন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩০, অক্টোবর ৮, ২০১৯
বিএনপির নয়াপল্টন অফিসে আগুন বিএনপির নয়াপল্টন কার্যালয়/ফাইল ফটো

ঢাকা: বিএনপির নয়াপল্টন অফিসে আগুন লাগলেও অল্প সময়ের মধ্যে তা নিয়ন্ত্রণে আসায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম বাংলানিউজকে বলেন, বিএনপি অফিসের পশ্চিম পাশে হোটেল ভিক্টোরিয়া ও অফিসের চিপায় আগুন লাগে।

 

তিনি বলেন, দুই ভবনের চিপায় থাকা বিদ্যুতের তার থেকে অথবা ময়লার মধ্যে কেউ সিগারেটের আগুন ফেলতে পারে। তবে বিএনপি অফিসের ভেতরে আগুন লাগেনি। আধাঘণ্টার মধ্যে আগুন আমরাই গ্যাস দিয়ে নিভিয়ে ফেলি। পরে ফায়ার সার্ভিস যোগ দেয়। এতে তেমন কোনো ক্ষতি হয়নি।  

তবে আগুন লাগার জন্য রুহুল কবির রিজভীর ডাকা সংবাদ সম্মেলনে দেড়-দুই ঘণ্টা, দেরিতে শুরু হয় বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
এমএইচ/এএ                                          

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ