ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আবেগে কথা বলে হিরো হওয়ার দরকার নেই: নাসিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৯
আবেগে কথা বলে হিরো হওয়ার দরকার নেই: নাসিম বক্তব্য রাখছেন মোহাম্মদ নাসিম। ছবি: বাংলানিউজ

ঢাকা: ১৪ দলের নেতাদের আবেগের বশে কথা বলে হিরো হওয়ার দরকার নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাসদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, আবেগের বশে বক্তব্য দেওয়ার সময় ১৪  দলের নীতির বিরুদ্ধে কথা বলার দরকার নেই।

আমরা অনেক কাজ করেছি। অনেক অসম্ভব কাজ সম্ভব করেছি শেখ হাসিনার সাহসী নেতৃত্বের কারণে। ইনশাল্লাহ, আমরা তার নেতৃত্বে ৭২-এর সংবিধানে ফিরে যাবো।  

নুসরাত হত্যাকাণ্ডের রায়ের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, নুসরাত হত্যাকাণ্ডের রায় অত্যন্ত সীমিত সময়ের মধ্যে হয়েছে। সারাদেশের জনগণ খুশি হয়েছে। কিন্তু, বিএনপি এই রায়ের মধ্যেও খুঁত খুঁজে বেড়ায়। তারা বলে, ওসির বিচার হলো না কেন? জ্ঞানপাপীরা বলে, এই রায়ের মধ্যে ত্রুটি আছে, কারণ তারা নুসরাত হত্যাকাণ্ডের রায়কে বিলম্বিত করে আন্দোলনের ইস্যু করতে চেয়েছিল। কিন্তু, শেখ হাসিনার অত্যন্ত বিচক্ষণতার কারণে বিএনপি সফল হয়নি।

বিএনপিকে উদ্দেশ্য করে ১৪ দলের সমন্বয়ক বলেন, কিছুদিন আগে ১৪ দলে কিছুটা সমস্যা হয়েছিল। শেখ হাসিনার নির্দেশে আমরা সমস্যার সমাধান করেছি। অনেকে অপেক্ষা করছিল, এই বুঝি জোট ভেঙে গেলো, ১৪ দলের ভেতর যুদ্ধ শুরু হয়ে গেলো! তারা ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো লাফালাফি করছিল। তাদের চক্রান্ত আমরা সফলভাবে মোকাবিলা করেছি।

তিনি বলেন, সরকারের ছোটখাটো ভুল হতেই পারে। আমাদের ভুল-ত্রুটি নির্দিষ্ট ফোরামে আলোচনা করে সমাধান করতে হবে, যেন শত্রুরা কোনো সুযোগ না পায়। আমরা দেশের উন্নয়নে একসঙ্গে কাজ করছি। ’৭৫ সালের পরে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ঐক্যের কারণেই আজকের বাংলাদেশ পেয়েছি। তাই, আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে যেকোনো মূল্যে।

অনুষ্ঠানে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ-অশান্তির রাজনীতিকে মোকাবিলা করে সমৃদ্ধির পথে এগিয়ে বাংলাদেশ এক নতুন পর্বে উপনীত হয়েছে। নতুন পর্বে রাজনীতির চ্যালেঞ্জ হচ্ছে দুর্নীতি দমন, সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠা করা। এপথে সবচেয়ে বড় বাধা দুর্নীতিবাজ-লুটেরা, অসৎ রাজনীতিক ও দুর্নীতিবাজদের সিন্ডিকেট। এই সিন্ডিকেট ধ্বংস করতে ত্রিমুখী অভিযান পরিচালনা করতে হবে।  

হাসানুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুনর্মিলনীতে আরও বক্তব্য রাখেন জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন খান বাদশা, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ করিম, দৈনিক সমকালের ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান, সাবেক সচিব আবু আলম শহীদ খান, সাবেক সচিব হাবিবুল্লাহ মজুমদার, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল আব্দুর রশিদ (অব), সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, জাসদের কার্যকরী সভাপতি অ্যাড. রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, মীর হোসাইন আখতার, নুরুল আখতার প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
আরকেআর/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।