ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আইসিটি আইনে গ্রেফতার ইবি ছাত্রলীগ সম্পাদক

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৯ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৯
আইসিটি আইনে গ্রেফতার ইবি ছাত্রলীগ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব

ইবি: তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় গ্রেফতার হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব। 

শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া শহর থেকে তাকে গ্রেফতার করে কুষ্টিয়া সদর থানার গোয়েন্দা পুলিশ।

রাতে ইবি থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

 

এসময় তিনি বলেন, শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় সন্ধ্যায় কুষ্টিয়া শহর থেকে সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবকে গ্রেফতার করা হয়েছে। তার মামলা নম্বর ০২/০২-১১-২০১৯।

বাংলাদেশ সময়: ০২০৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।