ঢাকা, বুধবার, ৭ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

ব্যাডমিন্টন খেলছিলেন ছাত্রদলকর্মী, গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
ব্যাডমিন্টন খেলছিলেন ছাত্রদলকর্মী, গুলি করে হত্যা হুমায়ুন কবির

নরসিংদী: নরসিংদীতে হুমায়ুন কবির (৩৫) নামে ছাত্রদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
 
শনিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

 

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত হুমায়ুন মেহেরপাড়া ইউনিয়নের নাগরারহাট এলাকার একরামুল হকের ছেলে। তিনি মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য।

নিহতের ভাতিজা তন্ময় জানান, রাতে পাঁচদোনা বাজার এলাকার একটি মাঠে হুমায়ুনসহ কয়েকজন ব্যাডমিন্টন খেলছিলেন। রাত ১১টার দিকে দুই যুবক সেখানে এসে হুমায়ুনকে কথা বলার জন্য খেলার মাঠের পাশে পাঁচদোনা বাজারের মাছের আড়তের দিকে ডেকে নিয়ে যান। এরপরই গুলির শব্দ শোনা যায়। এসময় তন্ময়সহ অন্যরা এগিয়ে গেলে তাদের লক্ষ্য করেও গুলি ছুড়তে ছুড়তে মোটরসাইকেলে করে পালিয়ে যান ওই দুই যুবক। পরে গুলিবিদ্ধ হুমায়ুনকে নরসিংদী সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরেই তাকে হত্যা করা হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনসহ হত্যাকারীদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।