রোববার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ের নিচতলায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
বিএনপির এ নেতা বলেন, অনেক তো ষড়যন্ত্র করা হয়েছে কিন্তু কোনোভাবেই তা সফল হয়নি।
তিনি আরও বলেন, হজরত মুহাম্মদকে (সা.) বিশ্বে রহমত হিসেবে পাঠানো হয়েছে। তার মতো একজন মহামানবের সম্পর্কে আলোচনা করা অত্যন্ত কঠিন। তৎকালীন সময়ে আরবের সমাজের যে অবস্থা ছিল, যে অনাচার, ব্যভিচার ছিল তা হজরত মুহাম্মদ (সা.) এর মনকে ব্যথিত করতো। ব্যথিত করতো বলেই সেই অন্ধকারের যুগ, আইয়ামে জাহেলিয়া যুগের মধ্যে থেকেও তার পবিত্র আত্মা দিয়ে বুঝতে পেরেছিলেন সমাজে অনাচার চলছে। তখন থেকেই তিনি যুবকদের নিয়ে সংগঠন করেছেন, ন্যায় বিচার করেছেন।
বাংলাদেশে ভিন্ন ধরনের একটা আইয়ামে জাহেলিয়া যুগ চলছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, এটা আওয়ামী জাহেলিয়া যুগ। নির্দ্বিধায় মানুষ রাস্তাঘাটে মরে পড়ে আছে। নদী-নালা-খাল-বিল এর মধ্যে মানুষের লাশ ভাসছে।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মীর সরাফত আলী সপু, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, আব্দুস সাত্তার পাটোয়ারী, মাওলানা রফিকুল ইসলাম, অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব মাওলানা নজরুল ইসলাম, মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের আহবায়ক মাওলানা শাহ মো. নেসারুল হক।
বাংলাদেশ সময় : ১৫১১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
এমএইচ/এইচএডি/