শনিবার (২৩ নভেম্বর) দুপুরে চেয়ারম্যানের বাসভবনে বাংলাদেশ লেবার পার্টির জাতীয় নির্বাহী কমিটির জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
ডা. ইরান বলেন, খালেদা জিয়া মিথ্যা ও ভিত্তিহীন সাজানো মামলায় রাজনৈতিক রায়ে দুইবছর কারান্তরীণ রয়েছেন।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, লুটেরা সরকার দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। শীর্ষ দুর্নীতিবাজদের রক্ষায় জনগণের দৃষ্টি আড়াল করতে চুনোপুটি ও দুর্নীতিবাজদের গ্রেফতার করেছে সরকার। রাষ্ট্রের সবোর্চ্চ থেকে নিম্ন পর্যায়ে দুর্নীতি মরণব্যাধি ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে।
‘তাই দুর্নীতিবাজ লুটেরাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও লাগাতার আন্দোলন কর্মসূচি দিতে হবে। আওয়ামী লীগের পতন ছাড়া খালেদা জিয়া তথা এদেশের জনগণের মুক্তি হবে না। ’
এ সময় লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট ফারুক রহমান, ভাইস চেয়ারম্যান মোসলেম উদ্দিন, অ্যাডভোকেট আমিনুল ইসলাম রাজু, এস এম ইউসুফ আলী, আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হুমাউন কবির, কেন্দ্রীয় সদস্য আরিফ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় ২৮ ডিসেম্বর লেবার পার্টির কেন্দ্রীয় কাউন্সিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
এমএইচ/এমএ