ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

রাজনীতি

যশোরে ওয়ার্কার্স পার্টির পাল্টা কেন্দ্রীয় সম্মেলন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
যশোরে ওয়ার্কার্স পার্টির পাল্টা কেন্দ্রীয় সম্মেলন 

যশোর: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মতাদর্শ রক্ষা সমন্বয় কমিটির ব্যানারে পার্টির দশম কংগ্রেস বর্জনকারীদের পাল্টা জাতীয় সম্মেলন যশোরে শুরু হয়েছে।

এই সম্মেলনকে ‘ঐক্যের ভিত্তি’ উল্লেখ করে ঐক্যের ধারা এগিয়ে নেওয়ার আহ্বান জানান বক্তারা।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে যশোর টাউন হল মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দু’দিনের সম্মেলন উদ্বোধন করেন নারায়ণ চন্দ্র বসু।

১৯৪৬ সালে যশোরের কেশবপুরের পাঁজিয়ায় অনুষ্ঠিত সর্বভারতীয় কৃষাণসভার সম্মেলনের স্বেচ্ছাসেবক বাম নেতা হিসেবে পরিচিত তিনি।  

এর আগে পার্টির ভোলা ট্যাংক রোডের কার্যালয় থেকে শহরে লাল পতাকা মিছিল বের হয়। সম্মেলন উদ্বোধনের সময় জাতীয় ও বাম সংগীত পরিবেশন করা হয়।

বাম নেতা নুরুল হাসানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড মোশাররফ হোসেন নান্নু, ঐক্য ন্যাপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুনার রশিদ ভূইয়া, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় সদস্য লিয়াকত আলী, মতাদর্শ রক্ষা সমন্বয় কমিটির সমন্বয়ক ও ওয়ার্কার্স পার্টির সাবেক পলিটব্যুরো সদস্য ইকবাল কবির জাহিদ মনোজ সাহা, যশোর জেলা কমিটির সভাপতি নাজিমউদ্দিন প্রমুখ।  

শনিবার (৩০ নভেম্বর) সম্মেলনের সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০১২২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
ইউজি/এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।