ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

বিএনপি

সিলেট বিএনপির পথসভায় খালেদার মুক্তি দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৯, ডিসেম্বর ৯, ২০১৯
সিলেট বিএনপির পথসভায় খালেদার মুক্তি দাবি

সিলেট: সিলেট বিএনপির পূর্বঘোষিত সমাবেশ ছিল নগরের মাঠে। নেতাকর্মীরা সমবেত হলেও পুলিশি বাধায় সেখানে সমাবেশ করতে পারেনি বিএনপি। অবশেষে সমাবেশ করতে না পারলেও, পথসভায় দলের চেয়ারপারসনের মুক্তি দাবির কথা জানালেন দলের নেতাকর্মীরা।

রোববার (০৮ ডিসেম্বর) বিকেলে নগরের সোবহানীঘাটের একটি কমিউনিটি সেন্টারের সামনে পুলিশি বেষ্টনীতে এই পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্যে নেতারা বলেন, ফ্যাসিবাদী সরকার পরিকল্পিতভাবে খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে।

ষড়যন্ত্রমূলক মামলার ফরমায়েশি রায়ে কারান্তরীণ গণতন্ত্রের মা গুরুতর অসুস্থ হলেও সরকার পাত্তা দিচ্ছে না।

বক্তারা বলেন, সরকারের রাজনৈতিক প্রতিহিংসামূলক মনোভাব দেখে প্রতীয়মান হচ্ছে আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়। তাই দলের চেয়ারপারসনকে নিয়ে যেকোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে।

‘খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঐতিহাসিক রেজিস্টারি মাঠের সমাবেশে পুলিশি বাধা প্রমাণ করে সরকার দেশে বিরোধী মতের রাজনীতি ধ্বংস করে দিতে চায়। প্রতিদিন রাজপথে বিভিন্ন দলের সভা-সমাবেশ অনুষ্ঠিত হলেও রেজিস্টারি মাঠে বিএনপির শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে বাধা দেওয়া হয়েছে। এর পরিণতি ভালো হবে না। গণতন্ত্র হত্যার দায়ে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবেই। ’

এসময় আর কোনো ষড়যন্ত্র না করে অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানান তারা।

পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল গাফফার, আশিক উদ্দিন চৌধুরী, আলী আহমদ, আব্দুল কাইয়ুম চৌধুরী, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, অ্যাডভোকেট আশিক উদ্দিন, আব্দুল মান্নান।
 
এছাড়াও উপস্থিত ছিলেন- বিএনপি নেতা ফখরুল ইসলাম ফারুক, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, নাজিম উদ্দিন লস্কর, মাজহারুল ইসলাম ডালিম, আবুল কাশেম, শামীম আহমদ ও আহমেদুর রহমান চৌধুরী মিলু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জেলা কৃষক দলের আহ্বায়ক একেএম তারেক কালাম, জেলা বিএনপি নেতা হাজী শাহাবুদ্দিন, সিরাজুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ ইকবাল নেহাল, জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবির প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৬৩৯ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৯
এনইউ/আরকেআর/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।