ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

আ’লীগের কার্যনির্বাহী সংসদের সভা বুধবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
আ’লীগের কার্যনির্বাহী সংসদের সভা বুধবার

ঢাকা: আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা ডাকা হয়েছে বুধবার (১৮ ডিসেম্বর)। দলের জাতীয় সম্মেলনকে সামনে রেখে প্রস্তুতির চূড়ান্ত পর্বে এ সভা আহ্বান করা হয়েছে।

ওইদিন সন্ধ্যা ৬টায় গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আওয়ামী লীগ নেতারা জানান, আগামী ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ১১টায় এ সম্মেলনের উদ্বোধন ও অধিবেশনে সভাপতিত্ব করবেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনকে সফল করতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কার্যনির্বাহী সংসদের সভায় সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা এবং সার্বিক বিষয় নিয়ে পর্যালোচনা করা হবে।  

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
এসকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।