ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

চাঁদপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
চাঁদপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা মো. রফিকুল ইসলাম খান

চাঁদপুর: গত ৪ আগস্ট চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও মারধরের ঘটনায় দায়ের করা মামলায় মো. রফিকুল ইসলাম খান নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সদর উপজেলা আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে এতথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।

গ্রেপ্তার রফিকুল ইসলাম সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রালদিয়া গ্রামের আনোয়ার খান বাড়ির মৃত কলমতর খানের ছেলে।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও মারধরের ঘটনায় গত ১৮ অক্টোবর চাঁদপুর সদর মডেল থানায় মামলাটি করেন শহরের ক্লাবরোড এলাকার বাসিন্দা ইমান হোসেন খানের ছেলে আল-আমিন হোসেন।

ওই মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারীকে প্রধান আসামি করা হয়। এছাড়াও ১১০ জনকে নামীয় এবং ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, বাসস্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় জড়িত আসামি রফিক।  

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮১২, ডিসেম্বর ২১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।