ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

বর্ণিল সাজের নৌকা নিয়ে আ’লীগের সম্মেলনে নেতাকর্মীরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
বর্ণিল সাজের নৌকা নিয়ে আ’লীগের সম্মেলনে নেতাকর্মীরা

ঢাকা: বর্ণিল ও বাহারি সাজে সজ্জিত নৌকা নিয়ে আওয়ামী লীগের সম্মেলনে উপস্থিত রয়েছেন গাজীপুরের নেতাকর্মীরা।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর শাহবাগ চত্বরে বর্ণিল এ নৌকা দেখা যায়। এসময় নৌকায় লাগানো মাইকে বঙ্গবন্ধুর ভাষণসহ বর্তমান আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়নের তথ্য তুলে ধরা হয়।

 

সম্মেলনকে উদ্দেশ্য করে নৌকাটি শাহবাগ চত্বরে নিয়ে এসেছেন গাজীপুর মহানগর নেতাকর্মীর পক্ষ থেকে জিল্লুর রহমান মুকুল।  

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও নৌকার প্রতি ভালোবাসা থেকেই তিনি এমন একটি বর্ণিল নৌকা তৈরি করেছেন।

২১তম জাতীয় সম্মেলনে কেমন নেতৃত্ব দেখতে চান এমন প্রশ্নের উত্তরে মুকুল বলেন, শেখ হাসিনাকে আমরা গাজীপুর মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে আজীবন সভাপতি হিসেবে দেখতে চাই। এছাড়া অন্যান্য পদে দুর্নীতিমুক্ত, সৎ, তরুণ ও সাহসী নেতৃত্বকে আমরা দেখতে চাই।  বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শকে বাস্তবায়ন করতে হবে। দৃঢ়তার সহিত দায়িত্ব পালন করবে।  

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
আরকেআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।