ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

হরতালের পক্ষে বিএনপির প্রতীকী মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২০
হরতালের পক্ষে বিএনপির প্রতীকী মানববন্ধন

ঢাকা: কারচুপি করে জয় পাওয়ার আশায় নির্বাচনে ইভিএম ব্যবহার করা হয়েছে। জনগণের রায়ের প্রতিফলন এই নির্বাচনে আসেনি তারা এই ফলাফল প্রত্যাখান করেছে।

রোববার (০২ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতালের সমর্থনে আয়োজিত এক প্রতীকী মানববন্ধনে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, প্রথম থেকেই আমাদের আশঙ্কা ছিল যে এটা নিয়ে কারচুপি হবে, সেটাই হয়েছে।

আমরা এ নির্বাচন প্রত্যাখান করেছি। জনগণের রায়ের প্রতিফলন না আসায় তারাও এটা প্রত্যাখান করেছে।

‘প্রথম থেকেই ইভিএমর বিপক্ষে আমাদের অবস্থান ছিল। আমরা আমাদের মতের পরিবর্তন করিনি। তবে কারচুপির জন্য সরকার ইভিএমর পক্ষে ছিল। জনগণের ভোট চুরি করে আবারও তারা জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখালো। ’

এসময় তারা হরতালের সমর্থনে এবং সরকারের বিপক্ষে নানা স্লোগান দেন। মানববন্ধনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৯১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
ইএআর/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।