ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয় পার্টি

সিলেট জেলা জাপার সম্মেলন ১৪ মার্চ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০
সিলেট জেলা জাপার সম্মেলন ১৪ মার্চ ফটোসেশনে গোলাম মোহাম্মদ কাদেরসহ অন্যরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: চলতি বছরের ১৪ মার্চ জাতীয় পার্টির (জাপা) সিলেট জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জাপার চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের সিলেট জেলা দলের নেতাদের সঙ্গে আলোচনা করে এই সম্মেলনের তারিখ নির্ধারণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জাপার কো-চেয়ারম্যান জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য ও সিলেট বিভাগীয় অতিরিক্ত মহাসচিব এটিইউ তাজ রহমান, প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, জাপার চেয়ারম্যানের উপদেষ্টা মকসুদ ইবনে আজিজ লামা, আব্দুল্লাহ সিদ্দিকী, সমবায় বিষয়ক সম্পাদক শংকর পাল ও সিলেট জেলা জাপার সদস্য সচিব ওসমান আলী।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।