ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

বরিশালে ইয়াবাসহ আটক আ’লীগ সম্পাদককে দল থেকে বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৭ ঘণ্টা, মার্চ ২, ২০২০
বরিশালে ইয়াবাসহ আটক আ’লীগ সম্পাদককে দল থেকে বহিষ্কার

বরিশাল: ইয়াবাসহ আটক হওয়া বরিশাল সিটির ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. জগলুল মোরশেদ প্রিন্সকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১ মার্চ) বরিশাল মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংগঠন বিরোধী কর্মকান্ডে লিপ্ত হওয়া তথা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার দায়ে সাধারণ সম্পাদক পদ থেকে প্রিন্সকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

একইসঙ্গে রোববার ( ১ মার্চ ) থেকে সব প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড থেকে তাকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নগরের দক্ষিণ আলেকান্দার মেডিক্যাল কলেজ লেন সংলগ্ন একটি স্টিল আলমারি তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৩১ পিস ইয়াবা ট্যাবলেটসহ  প্রিন্স ও তার তিন সহযোগীকে আটক করে পুলিশ।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৪২৭ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
এমএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।