ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

নরেন্দ্র মোদী ১৩০ কোটি মানুষের প্রতিনিধিত্ব করবেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, মার্চ ৭, ২০২০
নরেন্দ্র মোদী ১৩০ কোটি মানুষের প্রতিনিধিত্ব করবেন

টাঙ্গাইল: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন নিয়ে এ দেশে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের বিরোধীতা করছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আমাদের কাছে গৌরবের দিন।

শনিবার (০৭ মার্চ) টাঙ্গাইল প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের এক কোটি মানুষকে আশ্রয় দিয়েছে, খাবার দিয়েছে।

তারা অস্ত্র দিয়েছে, সেই অস্ত্র নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছি। সেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আমন্ত্রণ জানানো হয়েছে। নরেন্দ্র মোদী ভারতের ১৩০ কোটি মানুষের প্রতিনিধিত্ব করবেন।

তিনি বলেন, খালেদা জিয়ার রাজনৈতিক কারণে কারাদণ্ড হয়নি। তিনি কবে কারাগার থেকে বের হবেন, তা আদালতের সিদ্ধান্তের বিষয়। এখানে আমাদের কিছু করার নেই। তারা যতই আন্দোলনের হুমকি দিক, আন্দোলন করার মতো শক্তি এখন আর বিএনপির নেই। তাদের পায়ের নিচে মাটি নেই।

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি, ছানোয়ার হোসেন এমপি, তানভীর হাসান ছোট মনির এমপি, জেলা প্রশাসক শহীদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, পৌর মেয়র জামিলুর রহমান মিরন।

পরে কৃষিমন্ত্রী প্রেসক্লাবের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিরতণ করেন।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মার্চ ০৭, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।