ভোট দেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি প্রার্থী রবিউল অভিযোগ করেন, প্রশাসনের সহযোগিতায় আওয়ামী লীগের নেতাকর্মীরা সব কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দিয়েছেন।
রবিউল বলেন, আবারও একটি ব্যর্থ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তিনি বলেন, ভয় করোনা ভাইরাস উপেক্ষা করে মানুষ ভোট দিতে এলেও ভোট দিতে পারছে না। নির্বাচনকে একটি প্রহসনে পরিণত করা হয়েছে। নির্বাচনের নামে প্রহসন চলছে। ভোট শুরুর পর প্রায় ৮৫০ জন এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। প্রার্থী হিসেবে আমি ভোট দিতে পেরেছি এটা আমার সৌভাগ্য। কিন্তু জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না।
এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে নির্বাচন কমিশনের (ইসি) হস্তক্ষেপ চেয়েছেন বিএনপির প্রার্থী রবিউল।
এ সময় রবিউলের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ।
বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
এমএইচ/আরআইএস/