ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ বিএনপি প্রার্থী রবিউলের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ বিএনপি প্রার্থী রবিউলের ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে বিএনপি প্রার্থী শেখ রবিউল আলম। ছবি: ডি এইচ বাদল

ঢাকা: ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে বিএনপি প্রার্থী শেখ রবিউল আলম রবি শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৯টায় ধানমন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন।

ভোট দেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি প্রার্থী রবিউল অভিযোগ করেন, প্রশাসনের সহযোগিতায় আওয়ামী লীগের নেতাকর্মীরা সব কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দিয়েছেন।

রবিউল বলেন, আবারও একটি ব্যর্থ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ভেঙ্গে পড়েছে। একটি আসনে এমন নির্বাচন না করে ঘোষণা দিলেই পারতো।  

তিনি বলেন, ভয় করোনা ভাইরাস উপেক্ষা করে মানুষ ভোট দিতে এলেও ভোট দিতে পারছে না। নির্বাচনকে একটি প্রহসনে পরিণত করা হয়েছে। নির্বাচনের নামে প্রহসন চলছে। ভোট শুরুর পর প্রায় ৮৫০ জন এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। প্রার্থী হিসেবে আমি ভোট দিতে পেরেছি এটা আমার সৌভাগ্য। কিন্তু জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না।

এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে নির্বাচন কমিশনের (ইসি) হস্তক্ষেপ চেয়েছেন বিএনপির প্রার্থী রবিউল।

এ সময় রবিউলের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
এমএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।