ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ইশরাকের ঢাকা এইড কর্মসূচিতে দিদারের অনুদান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, মে ১১, ২০২০
ইশরাকের ঢাকা এইড কর্মসূচিতে দিদারের অনুদান

ঢাকা: প্রজেক্ট ঢাকা এইড কর্মসূচিতে সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের তহবিলে ৫০ হাজার টাকা আর্থিক অনুদান দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

সোমবার (১১ মে) দুপুরে শামসুদ্দিন দিদার রাজধানীর গুলশানে প্রকৌশলী ইশরাক হোসেনের বাসায় গিয়ে এ অনুদানের টাকা হস্তান্তর করেন।

সেইসঙ্গে ইশরাকের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান তিনি।

ভবিষ্যতে ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগে সম্পৃক্ত থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন শামসুদ্দিন দিদার।

করোনা ভাইরাস প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে বিএনপি নেতা ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বড় ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন ঢাকা এইড কর্মসূচির মাধ্যমে প্রতিদিন নগরীর অসহায়, দুস্থ মানুষদের খাদ্যসামগ্রী বিতরণ করছেন।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, মে ১১, ২০২০
এমএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।