ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

রাজনীতি

ছাত্রদল নেতা সাব্বিরকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, মে ১৯, ২০২০
ছাত্রদল নেতা সাব্বিরকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

ঢাকা: হবিগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য মো. সাব্বির আহমেদকে গোয়েন্দা সংস্থার লোকেরা তুলে নিয়ে গেছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, সোমবার (১৮ মে) বিকেল ৫টায় হবিগঞ্জ জেলার বাহুবল থানার মিরপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যায়। সাব্বির আহমেদকে গোয়েন্দা সংস্থার লোকজন নিয়ে যাওয়ার সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

সাব্বিরকে নিয়ে যাওয়ায় পরিবারসহ এলাকাবাসী উদ্বিগ্ন ও আতঙ্কিত। সাব্বির আহমেদকে জনসমক্ষে হাজির করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানিয়েছেন রুহুল কবির রিজভী।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মে ১৯, ২০২০
এমএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।