ঢাকা: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ, বিশিষ্ট মার্কসবাদী তাত্ত্বিক হায়দার আকবর খান রনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (২৯ জুন) সিপিবির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বাংলানিউজকে বলেন, হায়দার আকবর খান রনো ভাই আগে থেকেই অসুস্থ ছিলেন। তিনি সিওপিডিতে ভুগছিলেন।
তিনি আগে থেকেই কৃত্রিম অক্সিজেন গ্রহণ করতেন। বর্তমানে রনো ভাই করোনা আক্রান্ত হয়ে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। রোববার (২৮ জুন) রাতে তার নমুনা পরীক্ষা রিপোর্টে করোনা পজিটিভ আসে। পরে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হায়দার আকবর খান রনো বাংলাদেশের বিশিষ্ট মধ্য বামপন্থী নেতা এবং কমিউনিস্ট আন্দোলনের অন্যতম প্রবাদ পুরুষ। একাধারে তিনি তাত্ত্বিক, বুদ্ধিজীবী এবং বহু গ্রন্থের লেখক।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, জুন ২৯, ২০২০
আরকেআর/আরআইএস/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।