ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

রাজনীতি

জাপায় নতুন দুই উপদেষ্টা, তিন কেন্দ্রীয় সদস্য

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, জুলাই ৬, ২০২০
জাপায় নতুন দুই উপদেষ্টা, তিন কেন্দ্রীয় সদস্য

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের কার্যনির্বাহী কমিটিতে নতুন দুই জন উপদেষ্টা ও তিন জন কেন্দ্রীয় সদস্যকে দায়িত্ব দিয়েছেন।

সোমবার (০৬ জুলাই) জাপা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গঠনতন্ত্রের ধারা ১২ এর উপধারা তিন মোতাবেক পাঁচ জনকে এ দায়িত্ব দেন জি এম কাদের।

দায়িত্ব প্রাপ্ত দুই উপদেষ্টা হলেন- অধ্যক্ষ মো. আসাদুজ্জামান সাবলু (রংপুর) ও আনিসুল ইসলাম মণ্ডল (রংপুর)। আর দায়িত্ব প্রাপ্ত সদস্যরা তিন সদস্য হলেন- সাইফুল ইসলাম শোভন (মুন্সিগঞ্জ), মীর সামসুল আলম লিটন (জামালপুর) ও এলাহান উদ্দীন (লালমনিরহাট)। ইতোমধ্যে তাদের দায়িত্ব কার্যকর হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, জুলাই ০৬, ২০২০
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।