ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মাদারীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হলেন বায়েজিদ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০২০
মাদারীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হলেন বায়েজিদ 

মাদারীপুর: মাদারীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন বায়েজিদ হাওলাদার।

এর আগে দীর্ঘদিন ধরে তিনি মাদারীপুর জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

শনিবার (১৮ জুলাই) সকালে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি চিঠি তিনি হাতে পান।

এছাড়া বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক।

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক কাজ গতিশীল করতে এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় কমিটি। কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক গত ১৭ জুলাই চিঠিতে স্বাক্ষর দেন। পরে ১৮ জুলাই চিঠিটি হাতে পায় জেলা ছাত্রলীগ।

এ ব্যাপারে মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক জানান, সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার পাশাপাশি অসহায় জনগণের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।

জেলা ছাত্রলীগের নতুন সাধারণ সম্পাদক মো. বায়েজিদ হাওলাদার বলেন, নিজের কাজ দিয়ে দলের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি জেলা ছাত্রলীগের জন্য সুনাম বয়ে আনব।  

এছাড়া করোনা মহামারির সময় হতদরিদ্র মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাওয়ারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, মো. বায়েজিদ হাওলাদার মাদারীপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া এর আগে সরকারি নাজিমউদ্দিন কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক, পাঁচখোলা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।  

তিনি সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে হিসাববিজ্ঞান বিভাগে প্রথম শ্রেণি নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।  

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০২০
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।