ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাসুদের সব পদ স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৮, মার্চ ৫, ২০২৫
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাসুদের সব পদ স্থগিত মাসুদ আহমেদ তালুকদার

ঢাকা: সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মাসুদ আহমেদ তালুকদারের দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।  

বুধবার (০৫ মার্চ) দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মাসুদ আহমেদ তালুকদার ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ছিলেন এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিটের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।  

এর আগে দলটির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেন।

মাসুদ আহমেদ তালুকদার দীর্ঘদিন ধরে বিএনপিপন্থী আইনজীবীদের নেতৃত্ব দিয়ে আসছিলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের শীর্ষ নেতাদের মামলার শুনানিতে তিনি অংশ নেন।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৫
কেআই/আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।