ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাঠে গড়ালো প্রথম বিভাগ ক্রিকেট লিগ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
মাঠে গড়ালো প্রথম বিভাগ ক্রিকেট লিগ মাঠে গড়ালো প্রথম বিভাগ ক্রিকেট লিগ/ছবি: সংগৃহীত

প্রথম বিভাগ ক্রিকেট লিগের মধ্য দিয়ে শুরু হলো নতুন মৌসুম ২০১৬-১৭। মৌসুমের প্রথম আসরে অংশ নিয়েছে ২০টি ক্লাব। রোববার (০৮ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে লিগের উদ্বোধন করেন বিসিবি’র সহ-সভাপতি মাহবুবুল আনাম।

হোম অব ক্রিকেটে লিগের ‌উদ্বোধনী ম্যাচে রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলছে কাকরাই‌ল বয়েজ ক্লাব। মিরপুরে এবার প্রথম বিভাগ ক্রিকেট লিগের সাতটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

আরও চারটি ভেন্যুতে লড়ছে আট দল। ফতুল্লার আউটার স্টেডিয়ামে অগ্রনী ব্যাংক ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয়েছে বাংলাদেশ বয়েজ ক্লাব। খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি লড়ছে বিকেএসপির সঙ্গে। বিকেএসপির ৪ নম্বর মাঠে লড়ছে বারিধারা-উদয়াচল ও বিকেএসপি ৩ নম্বর মাঠে শেখ জামাল ক্রিকেটার্স-ওল্ড ডিওএইচএস।

দুই গ্রুপে ভাগ হয়ে প্রথম বিভাগে অংশ নিচ্ছে ২০টি ক্লাব। ৯ রাউন্ড শেষে দুই গ্রুপের শীর্ষ চার দল খেলবে সুপার এইট। অবনমন বাঁচাতে খেলবে পয়েন্ট তালিকার শেষ চার দল।

এ পর্বের শেষ দুটি দল নেমে যাবে দ্বিতীয় বিভাগে। সুপার এইটে একবার করে একে অন্যের সঙ্গে খেলবে। শীর্ষ দুটি দল উন্নীত হবে ঢাকা প্রিমিয়ার লিগে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ৮ জানুয়ারি, ২০১৭
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।