ওয়েলিংটন টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে উদ্বোধন করতে নামেন তামিম ইকবাল ও ইমরুল। আর দলীয় ১৩তম ওভারের শেষ বলে নন স্ট্রাইকে ছিলেন ইমরুল।
আর এতেই ঘটে বিপত্তি। মাঠেই শুয়ে পড়েন ইমরুল। তার পাওয়া চোট বেশিমাত্রায় হওয়ায় শেষ পর্যন্ত অ্যাম্বুলেন্স ডাকতে হয়। পরে হাসপাতালে যেতে হয় তাকে।
এর আগে দু’দলের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে গিয়ে বিল বোর্ডের সঙ্গে ধাক্কা খেয়ে সাময়িক ইনজুরিতে পড়েছিলেন ইমরুল। তাকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণেও রাখা হয়েছিল।
এদিকে কিউই সফরে মুশফিকুর রহিম, তামিম ইকবালের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে ইনজুরির খাতায় দ্বিতীয়বার নাম লেখালেন ইমরুল।
বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, ১৫ জানুয়ারি, ২০১৭
এমএমএস