চলতি আসরে উজবেকিস্তানের স্তোমিন সরাসরি সুযোগ পাননি। টুর্নামেন্টে অংশগ্রহনের জন্য তাকে ওয়াইল্ড কার্ড নিয়ে আসতে হয়েছে।
এদিন প্রথম সেটে ঘাম ঝড়িয়ে ৭-৬ গেমে সার্বিয়ান তারকা জোকোভিচ হেরে যান। তবে পরের দুই সেটে ৫-৭ ও ২-৬ গেমে জিতে লিড নেন। কিন্তু শেষ দুই সেটে ৭-৬ ও ৬-৪ গেমে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন।
১২টি গ্র্যান্ডস্ল্যামের মালিক জোকোভিচ গত বছর অস্ট্রেলিয়ান ওপেন জেতার পর জেতেন প্রথমবারের মতো ফ্রেঞ্চ ওপেনও জেতে। তবে এরপর থেকেই খারাপ সময় শুরু হয় তার। বাজে পারফর্মের কারণে শেষ পর্যন্ত নিজের শীর্ষস্থানটি হারাতে হয় অ্যান্ডি মারের কাছে।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ১৯ জানুয়ারি, ২০১৭
এমএমএস