ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

উরুগুয়েকে উড়িয়ে দিল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
উরুগুয়েকে উড়িয়ে দিল ব্রাজিল উরুগুয়েকে উড়িয়ে দিল ব্রাজিল/ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বে সুয়ারেজবিহীন উরুগুয়েকে তাদের মাঠেই ৪-১ গোলে হারের লজ্জায় ডুবিয়েছে ব্রাজিল। হ্যাটট্রিক উদযাপনে মাতেন ফর্মহীনতায় ভোগা মিডফিল্ডার পাওলিনহো। উড়ন্ত জয়ে ২০১৮ বিশ্বকাপে নাম লেখানোর আরও কাছে সেলেকাওরা।

পয়েন্ট টেবিলে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের শীর্ষস্থানটা আরও সুসংহত হলো। ১৩ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৩০।

হেরে গেলেও সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে উরুগুয়ের দ্বিতীয় স্থান অক্ষুন্ন।  আরও পড়ুন...মেসির গোলে চিলিকে হারালো আর্জেন্টিনা

বিশ্বকাপ বাছাইয়ে হোম ভেন্যুতে উরুগুইয়ানদের ১৪ ম্যাচে অপরাজেয় থাকার রেকর্ডের সমাপ্তি ঘটলো। নতুন কোচ তিতের অধীনে টানা আট ম্যাচে জয়ের ধারায় ব্রাজিল। ইনজুরিতে উঠতি ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসকে পায়নি ভিজিটররা। অন্যদিকে, নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি সুয়ারেজ।

...মন্টেভিডিওর সেন্টানারিও স্টেডিয়ামে খেলা শুরুর ৯ মিনিটের মাথায় পেনাল্টি থেকে স্বাগতিকদের লিড এনে দেন এডিনসন ‍কাভানি। ১০ মিনিট বাদেই নেইমারের পাসে দূরপাল্লার দর্শনীয় শটে দলকে ম্যাচে ফেরান পাওলিনহো। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে আবারো সতীর্থদের উদযাপনের মধ্যমনি বনে যান পাওলিনহো। ৭৪ মিনিটে স্কোরশিটে নাম লেখান নেইমার। গোলরক্ষকের মাথায় উপর দিয়ে চোখ ধাঁধানো ফ্লিকে বল জালে পাঠান ব্রাজিলিয়ান সেনসেশন।  ইনজুরি সময়ে হ্যাটট্রিক পূরণ করেন ২৮ বছর বয়সী পাওলিনহো। রেফারি শেষ বাঁশি বাজানোর পর দাপুটে জয়ের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়ে পেলের উত্তরসূরিরা।

এদিকে, একই সময়ে অনুষ্ঠিত লাতিন আমেরিকা অঞ্চলের অন্যান্য ম্যাচের মধ্যে কলম্বিয়ার মাঠে ১-০ ব্যবধানে বলিভিয়া ও ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়েছে স্বাগতিক প্যারাগুয়ে।

আগামী বুধবার (২৯ মার্চ) পরবর্তী ম্যাচে প্যারাগুয়েকে আতিথ্য দেবে ব্রাজিল। খেলা শুরু বাংলাদেশ সময় সকাল পৌনে ৭টায়। সকাল সোয়া ৮টায় স্বাগতিক পেরুর মুখোমুখি হবে উরুগুয়ে। ভোর ৪টায় চিলির সামনে ভিজিটর ভেনেজুয়েলা। তার আগে মঙ্গলবাল দিবাগত রাত ২টায় বলিভিয়ার মাঠে নামবে আর্জেন্টিনা।

বাংলাদেশ সময়: ০৭১৮ ঘণ্টা, ২৪ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।