ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

নিষেধাজ্ঞার কারণে এবার লিগ ম্যাচে নেই মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
নিষেধাজ্ঞার কারণে এবার লিগ ম্যাচে নেই মেসি লিওনেল মেসি/ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বিরতি শেষে মাঠে ফিরছে বার্সেলোনা। দলের সেরা তারকা লিওনেল মেসিকে ছাড়াই গ্রানাডার মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। মৌসুমের পঞ্চম হলুদ কার্ডে এক ম্যাচের নিষেধাজ্ঞার কারণে খেলতে পারছেন না আর্জেন্টাইন আইকন।

মেসির নামের পাশে নিষেধাজ্ঞা শব্দটি এখন বেশ আলোচিত। গত সপ্তাহে বিশ্বকাপ বাছাইপর্বে চার ম্যাচের জন্য নিষিদ্ধ হন।

চিলির বিপক্ষে সহকারি রেফারির সঙ্গে বাজে আচরণ করার দায়ে এমন কঠোর শাস্তি আরোপ করে ফিফা। আপিলের সুযোগ থাকছে। আরও পড়ুন... মেসির নিষেধাজ্ঞায় নির্ভার বার্সা!

মেসির অনুপস্থিতিতে বলিভিয়ার মাঠে ২-০ গোলে হেরে পয়েন্ট টেবিলের পাঁচে নেমে যায় আর্জেন্টিনা। এবার নিষেধাজ্ঞার কারণে লিগ ম্যাচেও দর্শক ভূমিকায় পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী! মেসিবিহীন বার্সাকে আতিথ্য দেবে গ্রানাডা। রোববার (২ এপ্রিল) বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় ম্যাচটি শুরু হবে।

পয়েন্ট টেবিলে এক ম্যাচ হাতে রেখে বার্সার চেয়ে দুই পয়েন্ট এগিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। ২৮ ম্যাচে কাতালাদের সংগ্রহ ৬৩। ২৯ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে তিনে অ্যাতলেতিকো মাদ্রিদ।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, ২ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।