ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

আমার জন্য রুবেলদের সুযোগ হচ্ছে না, চাই নতুনরা আসুক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
আমার জন্য রুবেলদের সুযোগ হচ্ছে না, চাই নতুনরা আসুক সংবাদসম্মেলনে মাশরাফি, ছবি: ফাইল ছবি- বাংলানিউজ

নতুনদের সুযোগ করে দিতেই অবসরের সিদ্ধান্ত বলে জানালেন বাংলাদেশ ক্রিকেটের সেরা আবিষ্কার মাশরাফি বিন মর্তুজা। হঠাৎই টি-২০ ক্রিকেটের অধিনায়কের এই অবসরের সিদ্ধান্ত কেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এই জবাবই দিলেন।

মঙ্গলবার (০৪ এপ্রিল) দিনগত রাতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, যখন পেছনে তাকাই, দেখি রুবেল নেই। আমার কারণে রুবেল হোসেন দলে নেই।

তবে তার রেকর্ড ভালো; শেষ দুই টি-২০ ম্যাচে সাত উইকেট নিয়েছে, এমনকি আমার চেয়েও রেকর্ড ভালো। আমি মনে করি এখনই সময় ইয়ং স্টারদের সুযোগ দেওয়ার।

প্রথম টি-২০তে বাংলাদেশের হার
পরবর্তী টি-২০ অধিনায়ক সাকিব
নতুন অধিনায়ককে মাশরাফির আগাম অভিনন্দন
টি-২০ থেকে অবসর নিলেন মাশরাফি


নড়াইল এক্সপ্রেস বলেন, টি-২০ কখনও ইনজয় করিনি। শেষ ম্যাচেও আমার পাওয়ার আর কিছুই নেই। একটা জায়গা ফাঁকা হলো। তরুণরা আসুক, তারা প্রস্তুত হতে পারবে। সামনে আছে বিশ্বকাপ- কয়েক বছর তারা এক হয়ে না খেললে সেট হবে কী করে। এসব কিছু ভেবে-চিন্তেই অবসরের ঘোষণা।
ছবি: মাঠের মাশরাফি, (ফাইল ছবি)তবে সিদ্ধান্তটা আসলে কখনকার, এর জবাবে ম্যাশ বলেন, সকালেই সিদ্ধান্ত নিয়েছি। আজ হোক, কাল হোক সরে যেতে তো হবেই। মনে হয়েছে টি-২০ খেলতে চাই না আর। দুইদিন পরে নেওয়া আর আজকে নেওয়া একই কথা; তাই কঠিন সিদ্ধান্তটা নিয়ে নিলাম। সার্বিকভাবে বলবো- আপনি জার্সি উঠিয়ে রাখবেন, এটা সবসময়ই কঠিন।

জয় দিয়ে শেষ ম্যাচের বিদায়ের বিষয়ে এক প্রশ্নের জবাবে ওয়ানডে অধিনায়ক বলেন, জিতে শেষ বা হারে শেষ নয়। মাশরাফি থেকে দেশ অনেক বড়- একটা ম্যাচ জিতলে দেশেরই জন্য জয় হবে। আমরা জয়ের জন্যই মাঠে নামি।

আচমকাই সিদ্ধান্তটা নেওয়া, স্বীকার করে মাশরাফি বলেন, দেশকে, দলকে জানি না কী দিতে পরেছি, তবে রিয়েলি প্লেজার।

এ সময় কথা বলতে তাকে বারে বারে থামতে দেখা যায়, আবেগ সামলে উঠে সব প্রশ্নে উত্তর দেন এই ক্রিকেট তারকা। পাশাপাশি পরবর্তী অধিনায়কের প্রতি শুভ কামনা জানান।

জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৬ সালে খুলনায় টি-টোয়েন্টিতে অভিষেক হয় মাশরাফির। এরপর থেকে মঙ্গলবার পর্যন্ত ৫২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। বল হাতে নিয়েছেন ৪১ উইকেট; যা বাংলাদেশের টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ উইকেট। তার সেরা বোলিং ১৯ রানের বিনিময়ে ৪ উইকেট।

এছাড়া ৩৮ ইনিংসে ব্যাট করে তিনি করেছেন ৩৭৭ রান। সর্বোচ্চ ৩৬। অপরাজিত ছিলেন ১১ বার। মঙ্গলবারের ম্যাচসহ রেকর্ড ২৭ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি। তার নেতৃত্বতে বাংলাদেশ দল জিতেছে ৯টি ম্যাচ। যা বাংলাদেশের কোনো অধিনায়কের নেতৃত্বে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ জয়।

বাংলাদেশ সময়: ০১২৬ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।