ঢাকা, শুক্রবার, ২৯ ফাল্গুন ১৪৩১, ১৪ মার্চ ২০২৫, ১৩ রমজান ১৪৪৬

খেলা

ওসাকা ম্যারাথন সফলভাবে সম্পন্ন করলেন দৌড়বিদ ইমামুর

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৫
ওসাকা ম্যারাথন সফলভাবে সম্পন্ন করলেন দৌড়বিদ ইমামুর ইমামুর রহমান। 

ঢাকা: ওসাকা ম্যারাথন ২০২৫ এ অংশ নেন বাংলাদেশি আল্ট্রা ডিসটেন্স রানার ইমামুর রহমান।  

সম্প্রতি বিশ্বের ৫০টিরও বেশি দেশ থেকে প্রায় ৩৫ হাজার দৌড়বিদ এ ম্যারাথনে অংশগ্রহণ করেন।

 

এ প্রতিযোগিতা শেষ করে ইমামুর ফিনিশ লাইনে বাংলাদেশ এর পতাকা তুলে ধরেন জাপান এর ওসাকা শহরে।  

ইমামুর রহমান, ‘ওসাকা ম্যারাথন একটি মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা ছিল। এখানে বিশ্বের অভিজাত দৌড়বিদরা অংশ নেন। সকালে প্রচণ্ড ঠান্ডার মধ্যে দৌড় প্রতিযোগিতা শুরু হয়। তাপমাত্রা ছিল শূন্য ডিগ্রি সেলসিয়াস। দৌড় শুরু হওয়ার প্রায় ২ ঘণ্টা ৪৫ মিনিট পরে বরফ পড়তে থাকে। তখন তাপমাত্রা দুই ডিগ্রিতে চলে যায়। কঠিন এ আবহাওয়ার মধ্যে দৌড় শেষ করাটা অনেক চ্যালেঞ্জ হলেও সুস্থভাবে দৌড় শেষ করতে সক্ষম হই। ওসাকা নগরীর সৌন্দর্য দেখতে দেখতে সফলভাবে দৌড় শেষ হয়। আমার দেশের প্রতিনিধিত্ব করার এ সুযোগটি অত্যন্ত গর্বের বিষয়। বিদেশের মাটিতে দেশের পতাকা উত্তোলন করতে পারাটা আমার জন্য বিশেষ সম্মানের। প্রতিযোগিতা শেষে বাংলাদেশের পতাকা এবং মেডেলসহ ছবি তুলতে পারা আমার জন্য গর্বের।  

ইমামুর রহমান গত বছর ইউটিএমবি এশিয়া মেজর ১০০ কিলোমিটার আলট্রা ট্রেইল ম্যারাথন সম্পন্ন করেন প্রথম বাংলাদেশি হিসাবে, এছাড়া ফুকেট ১০০ কিলোমিটার আলট্রা ম্যারাথন, উদোনপিট রান, পাত্তায়া ম্যারাথন, টিসিএস আমাস্টাডাম ম্যারাথন এর মতো আন্তর্জাতিক দৌড় সম্পন্ন করেন ২০২৪ সালে। ২০২৫ সালে তার আন্তর্জাতিক ম্যারাথন এর যাত্রা শুরু হলো জাপান থেকে।  

ভবিষ্যতে আরও আন্তর্জাতিক ম্যারাথন, আল্ট্রা ও আল্ট্রা ট্রেইল ম্যারাথনে অংশ নিয়ে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য প্রস্তুত রয়েছেন এ তরুণ দৌড়বিদ।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৫
টিএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।