শ্রীলঙ্কা সফর শেষে শুক্রবার (৭ এপ্রিল) ঢাকায় ফিরে তিনি এই কষ্টের কথা জানান। বাংলানিউজকে দেয়া সাক্ষাতকারে সাইফুদ্দিন বলেন, ‘অনেক খারাপ লেগেছে।
অভিষেকের টুপিটাও পড়েছেন সেই মাশরাফির হাত থেকে। এই প্রথম দেশের জার্সি পড়ে আন্তর্জাতিক কোনও ম্যাচ খেলেছেন ফেনীর সন্তান সাইফুদ্দিন। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে প্রথম উইকেট পেয়ে দুহাত প্রসারিত করা এই বিশ বছরের ব্যাটিং অলরাউন্ডার জানালেন তার অনুভূতির কথা, এই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেললাম, আগে তো ডমেস্টিক (ঘরোয়া) ক্রিকেট খেলেছি। এখানে সবকিছুই চেঞ্জ। ব্যাটসম্যান বা ফিল্ডারদের মনোভাব অন্য রকম। সব মিলিয়ে ভালো একটা অভিজ্ঞতা হয়েছে। ‘
ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ হলেও ড্রেসিং রুমে সিনিয়র খেলোয়াড়দের সান্নিধ্য বিশেষ কিছু তার কাছে। তিনি বলেন, ড্রেসিং রুমের পরিবেশটা ভিন্ন। সিনিয়র খেলোয়াড়দের পরামর্শ অন্যরকম এক অনুভূতি। যেটা সবকিছু থেকে আলাদা। ’
অভিজ্ঞতা খুব একটা খারাপ হয়নি তার। অভিষেক ম্যাচে উইকেটহীন ছিলেন। ব্যাট হাতেও ঠিক জ্বলে উঠতে পারেননি। করেছেন ছয় রান। পরের ম্যাচে তিন ওভারে ২৪ রান দিয়ে পেয়েছেন একটি উইকেট।
ব্যাটিং অলরাউন্ডার হিসেবে দলে সুযোগ পেয়েছেন। একসময় মাশরাফির মতো হতে চান। এক দিনের ম্যাচে (ওয়ানডে) সুযোগ পেলে নিজেকে মেলে ধরবার অপেক্ষায় সাইফুদ্দিন।
বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, ৭ এপ্রিল, ২০১৭
জেএইচ/মহিবুর হিল্লোল/এমআরএম