এরপর ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে (বৃষ্টি আইন) ২৪ রানে গাজী গ্রুপকে জয়ী ঘোষণা করা হয়। এবারের আসরে এটি শেখ জামালের তৃতীয় হার।
মঙ্গলবার (৯ মে) বিকেএসপি’র চার নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে এবারের মৌসুমের দুর্দান্ত দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আর ব্যাটিংয়ে নেমে তানবির হায়দারের ৫৪ বলে ৫৭ ও ফজলে মাহমুদের ৩৮ রানে ভর করে ৪৩ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৩২ রানের সংগ্রহ পায় রাজিন সালেহ ও তার দল। দলের হয়ে তৃতীয় সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলেছেন প্রশান্ত চোপরা।
গাজী গ্রুপের হয়ে বল হাতে আবু হায়দার রনি ও মেহেদি হাসান ২টি করে উইকেট নেন। মোহসিন আলী, সোহরাওয়ার্দী শুভ, পারভেজ রাসুল ও মোহাম্মদ শাহজাদা ১টি করে উইকেট লাভ করেন।
জবাবে জয়ের জন্য ২৩৩ রানের লক্ষ্যে খেলতে নামা গাজী গ্রুপের ব্যাটিং ইনিংসর ২১তম ওভারের পঞ্চম বলে বৃষ্টি হানা দিলে ম্যাচ বন্ধ ঘোষণা করা হয়। দলটির তখন সংগ্রহ ২ উইকেটে ১১৪ রান।
এরপর ডাক ওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ২৪ রানে গাজী গ্রুপকে জয়ী ঘোষণা করা হয়। গাজীর হয়ে ব্যাট হাতে জহুরুল ইসলাম অপরাজিত ৪৯ ও মুমিনুল হক খেলেছেন ৪৬ রানের ইনিংস।
বল হাতে শেখ জামালের হয়ে সোহাগ গাজী ও তানবির হায়দার নিয়েছেন ১টি করে উইকেট।
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ৯ মে, ২০১৭
এইচএল/এরআরএম