রজার্স কাপের (কানাডিয়ান ওপেন) তৃতীয় রাউন্ড থেকে বাদ পড়লেন গত জুনে রেকর্ড দশম ফ্রেঞ্চ ওপেন জেতা নাদাল। সেমিফাইনালে উঠতে পারলেই ইনজুরির কারনে অনুপস্থিত অ্যান্ডি মারেকে হটিয়ে তিন বছরের মধ্যে প্রথমবারের মতো শীর্ষে ফেরার হাতছানি ছিল।
সেই লক্ষ্যে পরিষ্কার ফেভারিট হয়েও যে এভাবে বিদায় নিতে হবে তা হয়তো কল্পনাও করেননি ১৫ বারের গ্র্যান্ড স্লাম জয়ী। ৬-৩, ৪-৬, ৬-৭ (৪-৭) গেমে ম্যাচের সমাপ্তি ঘটে। ইউএস ওপেন সামনে রেখে (২৮ আগস্ট শুরু) বড় এক ধাক্কাই খেলেন ৩১ বছর বয়সী নাদাল।
শীর্ষ বাছাই নাদালকে হারিয়ে স্বাগতিক সমর্থকদের উচ্ছ্বাসে ভাসিয়েছেন ১৮ বছর বয়সী শাপোভালোভ। উঠতি ক্যারিয়ারে ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে। এটিপি মাস্টার্স ইভেন্টে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে কোয়ার্টারে ওঠার রেকর্ড গড়েছেন তিনি। এর আগে নাদালের পর (মিয়ামি ওপেন, ২০০৪) সবচেয়ে কম বয়সী হয়ে শেষ ষোলোতে খেলার যোগ্যতা অর্জন করেন।
সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচে শাপোভালোভের প্রতিপক্ষ ফ্রান্সের আদ্রিয়ান মানারিনো। যিনি দক্ষিণ কোরিয়ান তরুণ চুং হাইনকে সরাসরি সেট ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডের বাধা পার করেন।
বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ১১ আগস্ট, ২০১৭
এমআরএম