বলছেন, ‘এখন পর্যন্ত যা হলো, তাতে মনে হয় না, ম্যাচ পাঁচ দিন যাওয়ার সম্ভাবনা আছে। তবে দ্বিতীয় দিন উইকেটের আচরণ ভাল হতে পারে।
প্রথম টেস্টের প্রথম দিন শেষে রোববার (২৭ আগস্ট) সংবাদ সম্মেলনে কথা বলছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। তার কথার ফাঁকে জানতে চাওয়া হয়, অজিদের ব্যাটিং ইনিংসে প্রাথমিক ধাক্কাটা দিলেও এখনও অপরাজিত থাকা তাদের অধিনায়ক স্টিভেন স্মিথকে নিয়ে কী ভাবছে বাংলাদেশ দল?
উত্তরে সাকিব বললেন, ‘স্মিথই এখন সবচেয়ে বড় হুমকি। তিনি বিশ্বের শীর্ষ ব্যাটসম্যান। তার রেকর্ডই কথা বলে। সর্বশেষ তিনি যখন ভারতের হয়ে খেলেছেন, কয়েকটা সেঞ্চুরি করেছেন, তার মতো বিশ্বমানের মতো ব্যাটসম্যানকে বোলিং করা বিরাট চ্যালেঞ্জ। তিনি হলেন এখন পর্যন্ত আমাদের বড় হুমকি। ’
সাকিবদের এই স্মিথ-চিন্তার যৌক্তিকতা হলো অজি অধিনায়কের সাম্প্রতিক ফর্ম। গত মার্চে ভারত সফরে সব শেষ খেলা টেস্ট সিরিজে দু’টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন স্মিথ। কিন্তু বাংলাদেশ দল যে তাকে সেই অতীত পুনরাবৃত্তি করতে দেবে না, তা বোঝা গেল সাকিবেরই বক্তব্যে।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
এইচএল/এইচএ/