অর্থাৎ প্রথম ইনিংসে পরিষ্কার ২৪২ রানের পিছিয়ে সফরকারীরা। কী হবে এই অবস্থায়? এ নিয়ে খুব বেশি উদ্বিগ্ন বলে মনে হলো না অজিদের নাইটওয়াচম্যান নাথান লায়নকে।
রোববার (২৭ আগস্ট) সন্ধ্যায় ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে এসে কথা বলেন লায়ন। স্মিথ ও রেনশ’কে অজি দলের ব্যাটিং কান্ডারি উল্লেখ করে তিনি বলেন, তারা দুজনই আমাদের দলের বিশ্বমানের ব্যাটসম্যান। রেনশ খুবই প্রতিভাবান। আমাদের কঠোর পরিশ্রম করতে হবে এবং বড় জুটির কোনো বিকল্প নেই।
এক পর্যায়ে লায়নের কাছে জানতে চাওয়া হয়, এই মুহুর্তে কারা এগিয়ে? উত্তরে তিনি বলেন, দুই দলই ভারসাম্যপূর্ণ অবস্থায় আছে। টস হেরে বল করে কোনো দলকে তিনশ রানের নিচে অলআউট করাটা যেকোনো বোলিং সাইডের জন্যই ভালো। তবে আমাদের তিনটি উইকেটর হারানো ঠিক হয়নি।
লায়ন যোগ করেন, আপনাদের উচিত ওদের (বাংলাদেশ) ক্রেডিট দেওয়া। ওরা ভালো বোলিং এবং ব্যাটিং করেছে। এখন দেখার বিষয় আমরা লড়াইয়ে ফেরার সুযোগটি পাই কিনা।
বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
এইচএল/আইএ