ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রধানমন্ত্রীর সমর্থন আমাদের উৎসাহ দেয়: সাকিব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
প্রধানমন্ত্রীর সমর্থন আমাদের উৎসাহ দেয়: সাকিব প্রধানমন্ত্রীর সমর্থন আমাদের উৎসাহ দেয়: সাকিব

মিরপুর থেকে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্রিকেট প্রেম সত্যিকার অর্থেই প্রশংসনীয়। দেশের মাটিতে যে কোন সিরিজ বা বৈশ্বিক আসরে সশরীরে এসে হাজির হন শের-ই-বাংলার সবুজ প্রান্তরে। দারুণ আগ্রহ নিয়ে খেলা দেখেন। দলের জয়ে হন আপ্লুত।

আবার দল হেরে গেলে হন ব্যথিত। হোক দেশে বা দেশের বাইরে।

লাল-সবুজের দল জয় এনে দিলেই অভিনন্দিত করেন। উৎসাহ দেন ভবিষ্যতের জয়ের জন্যও।

প্রধানমন্ত্রীর সমর্থন আমাদের উৎসাহ দেয়: সাকিবগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ক্রিকেট প্রেমী এই প্রধানমন্ত্রী অতীতের ধারাবাহিকতা বজায় রেখেছিলেন আজও। বুধবার (৩০ আগস্ট) অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রিয় বাংলাদেশের ঐতিহাসিক জয় দেখতে দুপুর ১টা নাগাদ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসে দেখে গেছেন মুশফিক-সাকিবদের অবিস্মরণীয় জয়ের সেই মুহুর্ত। আর এই বিষয়টিই দারুণ উদ্বেলিত টাইগারদে বিশ্বসেরা অলরাউন্ডার ও মিরপুর টেস্টে ব্যাটে বলে যাদু দেখানো সাকিব আল হাসান।

সাকিব বলেন, ‘উনি সব সময় সাপোর্ট দেন। ক্রিকেট অনেক পছন্দ করেন। সেটাই দেখাতে এসেছিলেন। গতকালও আসতে চেয়েছিলেন। কিন্তু ব্যস্ততার কারণে আসতে পারেননি। আজ এসেছেন। আর দলের জন্য এমন সাপোর্ট দরকার। আমাদের এটা উ‍ৎসাহ দেয়। ’

প্রধানমন্ত্রীর সমর্থন আমাদের উৎসাহ দেয়: সাকিবপ্রধানমন্ত্রীর সমর্থনের পাশাপাশি দেশের কোটি কোটি ক্রিকেট ভক্তের সমর্থনকেও মনের মনি কোঠায় তুলে রাখতে ভুল করলেন না এই টাইগার তারকা। মাঠে ও মাঠের বাইরে তাদের প্রাণখোলা সমর্থনেও টাইগাররা দারুণ উজ্বীবিত থাকেন।

তিনি আরও বলেন, ‘আমরা সবাই জানি, পুরো দেশ আমাদের সাথে আছে। ’

প্রধানমন্ত্রীর সমর্থন আমাদের উৎসাহ দেয়: সাকিব উল্লেখ্য, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে সফরকারী অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়ে ১-০ তে এগিয়ে স্বাগিতক বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ৩০ আগস্ট ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।