ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

কোহলির পর ধোনির পাশে কোচ শাস্ত্রী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৭ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
কোহলির পর ধোনির পাশে কোচ শাস্ত্রী ছবি:সংগৃহীত

শুধুমাত্র ভারতীয় অধিনায়ক বিরাট কোহালিই নন, মাহেন্দ্র সিংহ ধোনির পাশে দাঁড়িয়ে সমালোচকদের একহাত নিলেন দলের কোচ রবি শাস্ত্রী। নিউজিল্যান্ডের বিপক্ষে টোয়েন্টি সিরিজ জেতার পর ধোনি সমর্থনে এগিয়ে আসেন কোহলি।

সম্প্রতি ধোনিকে নিয়ে সাবেক ক্রিকেটাররা সমালোচনায় মেতেছেন। টি-টোয়েন্টি ক্রিকেট থেকে ধোনির বিদায় নেওয়ার দাবিও তুলেছেন তারা।

এমন পরিস্থিতিতে শাস্ত্রী বলেন, ‘আমিও দীর্ঘদিন টিভিতে বসেছি। খুব বেশিদিন হয়নি ছেড়ে এসেছি। আমাকেও প্রশ্ন করা হতো, আমাকেও উত্তর দিতে হতো। এটাই টিভির ধর্ম। শো-টা চালাতে হবে তো! মাহেন্দ্র সিংহ ধোনি সুপারস্টার। ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরাদের একজন। ধোনি কিংবদন্তি। আলোচনার জন্য তাই দারুণ একটা টপিক। ’

ধোনিকে নিয়ে বিদায়ধ্বনি ওঠে রাজকোটের টি-টোয়েন্টি ম্যাচে ভারত হারার পরে। সেই ম্যাচের পরেই সম্প্রচারকারী চ্যানেলে বসে ভিভিএস লক্ষন মন্তব্য করেন, টি-টোয়েন্টি ক্রিকেটে আর ধোনিকে খেলানোর মানে হয় না। তার জায়গায় তরুণ কাউকে সুযোগ দেওয়া উচিত। এরপর একটি ওয়েবসাইটে অজিত আগারকার একই মন্তব্য করেন।

কিন্তু কোহলির মতো ধোনি পাশে দাঁড়িয়ে শাস্ত্রী আরও বলেনম,‘কে কী বলছে, তা দিয়ে আমার কিছুই এসে-যায় না। আমরা সকলে জানি, টিমের মধ্যে বা আমাদের মনে ধোনির অবস্থান ঠিক কোথায়। আর সেই জায়গাটা খুবই উঁচুতে। ধোনি আদর্শ টিমম্যান। ছিল প্রকৃত নেতা। এখন দুর্দান্ত এক টিমম্যান। ভারতীয় দল জানে কে মাহেন্দ্র সিংহ ধোনি। জানে ওর কী গুরুত্ব। ’

সমালোচকদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘মনে হচ্ছে, আশেপাশে অনেক ঈর্ষান্বিত লোকজন ঘোরাফেরা করছে। যারা শুধু ধোনির পতনই দেখতে চায়। এরা অপেক্ষায় আছে, কবে ধোনির দু’টো-একটা খারাপ দিন যাবে। ’

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, ০৯ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।