ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

নতুন সময়ে বিপিএলের ঢাকা পর্বের সূচি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
নতুন সময়ে বিপিএলের ঢাকা পর্বের সূচি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

সিলেট পর্ব শেষে বিপিএলের পঞ্চম আসর ফিরছে ঢাকায়। ঢাকা পর্ব শেষে বিপিএল যাবে বন্দর নগরী চট্টগ্রামে। সিলেট পর্বে দুপুরের ম্যাচ হয়েছিল ২টায় আর সন্ধ্যার ম্যাচ মাঠে গড়ায় ৭টায়। ঢাকা পর্বে নতুন সময়ে ম্যাচ মাঠে গড়াবে।

প্রথমে সিলেট পর্বে খেলা হয় ৪ দিন, আটটি ম্যাচ। নয় নম্বর ম্যাচ থেকে ২৪ নম্বর ম্যাচ হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে।

শনিবার (১১ নভেম্বর) শুরু ঢাকা পর্ব। চলবে ২১ নভেম্বর পর্যন্ত। তারপর বিপিএল চলে যাবে চট্টগ্রামে। বন্দর নগরীতে খেলা শুরু ২৪ নভেম্বর। ২৯ নভেম্বর ওই পর্ব শেষে, বিপিএলের শেষ রাউন্ড আবার ফিরবে মিরপুরে। ১২ ডিসেম্বর ফাইনাল।

মিরপুরে দুপুরের ম্যাচ শুরু হবে দুপুর ১টায়। আর সন্ধ্যার ম্যাচ শুরু হবে ৬টায়। শুধুমাত্র শুক্রবারের ম্যাচগুলো শুরু হবে আগের মতোই যথাক্রমে ২টা ও ৭টায়। একাধিক কারণে ম্যাচ শুরুর সময় এগিয়ে আনা হয়েছে। এতে প্রাধান্য পেয়েছে দর্শকদের স্বার্থ। ডিউ ফ্যাক্টর তো আছেই। রাতের ম্যাচের আনুষ্ঠানিকতা শেষ হতে প্রায় ১১টায় বেজে যায়। পরে বাড়ি ফিরতে দর্শকদের ভোগান্তি পোহাতে হয়। রাস্তায় যানবাহনের স্বল্পতা থাকে।

দেখে নেওয়া যাক ঢাকা পর্বে কবে, কখন, কার ম্যাচ:

ম্যাচ নং ৯। ১১ নভেম্বর/শনিবার রংপুর রাইডার্স-রাজশাহী কিংস দুপুর ১টা মিরপুর

১০। ঢাকা ডায়নামাইটস-সিলেট সিক্সার্স সন্ধ্যা ৬টা মিরপুর

১১। ১২ নভেম্বর/রোববার চিটাগাং ভাইকিংস-খুলনা টাইটান্স দুপুর ১টা মিরপুর

১২। রাজশাহী কিংস-কুমিল্লা ভিক্টোরিয়ান্স সন্ধ্যা ৬টা মিরপুর

১৩। ১৪ নভেম্বর/মঙ্গলবার ঢাকা ডায়নামাইটস-খুলনা টাইটান্স দুপুর ১টা মিরপুর

১৪। কুমিল্লা ভিক্টোরিয়ান্স-চিটাগাং ভাইকিংস সন্ধ্যা ৬টা মিরপুর

১৫। ১৫ নভেম্বর/বুধবার খুলনা টাইটান্স-সিলেট সিক্সার্স দুপুর ১টা মিরপুর

১৬। ঢাকা ডায়নামাইটস-চিটাগাং ভাইকিংস সন্ধ্যা ৬টা মিরপুর

১৭। ১৭ নভেম্বর/শুক্রবার রাজশাহী কিংস-সিলেট সিক্সার্স দুপুর ২টা মিরপুর

১৮। খুলনা টাইটান্স-চিটাগাং ভাইকিংস সন্ধ্যা ৭টা মিরপুর

১৯। ১৮ নভেম্বর/শনিবার ঢাকা ডায়নামাইটস-রাজশাহী কিংস দুপুর ১টা মিরপুর

২০। রংপুর রাইডার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স সন্ধ্যা ৬টা মিরপুর

২১। ২০ নভেম্বর/সোমবার ঢাকা ডায়নামাইটস-কুমিল্লা ভিক্টোরিয়ান্স দুপুর ১টা মিরপুর

২২। সিলেট সিক্সার্স-রংপুর রাইডার্স সন্ধ্যা ৬টা মিরপুর

২৩। ২১ নভেম্বর/মঙ্গলবার রাজশাহী কিংস-খুলনা টাইটান্স দুপুর ১টা মিরপুর

২৪। ঢাকা ডায়নামাইটস-রংপুর রাইডার্স সন্ধ্যা ৬টা মিরপুর

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ১০ নভেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।