ঢাকা, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০২ জুলাই ২০২৪, ২৪ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

টি-টোয়েন্টির শীর্ষে ফিরলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
টি-টোয়েন্টির শীর্ষে ফিরলো পাকিস্তান ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের মাটিতে টি-২০ সিরিজ জিতে র‌্যাংকিংয়ের নাম্বার ওয়ান পজিশন পুনরুদ্ধার করেছে পাকিস্তান। রোববার (২৮ জানুয়ারি) তৃতীয় ও শেষ ম্যাচে ১৮ রানের জয় পায় সরফরাজ আহমেদের দল।

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের মধুর প্রতিশোধই নিল সফরকারীরা। ঘরের মাটিতে ব্যাক-টু-ব্যাক ট্রফি জেতার ম্যাচে ১৮২ রানের টার্গেট তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৬৩ করতে সমর্থ হয় কিউইরা।

ওপেনার মার্টিন গাপটিল ৪৩ বলে ৫৯ রান করেন। টম ব্রুস ১৫ বলে ২২, রস টেইলর ১১ বলে ২৫ ও মিচেল স্যান্টনার ১২ বলে ২৪ রানের ঝড়ো ইনিংস খেললেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।

পাকিস্তানের পাঁচ বোলারই উইকেটের দেখা পেয়েছেন। লেগস্পিনার শাদাব খান দু’টি ও একটি করে নেন মোহাম্মদ আমির, আমের ইয়ামিন, রুম্মন রাইস ও ফাহিম আশরাফ।

ছবি: সংগৃহীতএর আগে মাউন্ট মঙ্গানুইয়ে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভার শেষে স্কোরবোর্ডে ৬ উইকেটে ১৮১ রান তোলে পাকিস্তান। ওপেনার ফখর জামানের ব্যাট থেকে আসে ৪৬। আহমেদ শেহজাদ ১৯, বাবর আজম ১৮, সরফরাজ ২৯, উমর আমির ২১ রান করে আউট হন। হারিস সোহেল ১২ বলে ২০ ও আমের ইয়ামিন ৬ বল খেলে ১৫ রানে অপরাজিত থাকেন।

ম্যাচসেরা শাদাব খান ও সিরিজ সেরার পুরস্কার জেতেন মোহাম্মদ আমির।

নিউজিল্যান্ডকে টপকে টি-টোয়েন্টির শীর্ষস্থান দখল করেছে পাকিস্তান। তাদের বর্তমান রেটিং পয়েন্ট ১২৬। কিউইদের সংগ্রহ ১২৩। ২ রেটিং পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানধারী ভারত। বাংলাদেশের (৭৬) অবস্থান দশম। টপ টেনের বাকিরা যথাক্রমে ইংল্যান্ড ১১৯, ওয়েস্ট ইন্ডিজ ১১৫, দক্ষিণ আফ্রিকা ১১২, অস্ট্রেলিয়া ১১১, শ্রীলঙ্কা ৮৮, আফগানিস্তান ৮৬।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ২৮ জানুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।