ডারবানে দ্বিতীয় ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে স্বাগতিক বোলারদের তোপে ৪৫.৫ ওভারে ২০৩ রানে গুটিয়ে যায় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন দশ নম্বরে ব্যাটিংয়ে নামা হাসান আলী।
ক্যারিয়ার সেরা বল করা ফেলুকওয়ায়ো ৯.৫ ওভারে ২২ রানে ৪টি উইকেটর তুলে নেন। তিন উইকেট পান তাবরাইজ শামসি। এছাড়া কাগিসো রাবাদা দুটি উইকেট লাভ করেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো না হলেও রাসি ভ্যান ডার ডুসেন, ফেলুকওয়ায়ো ও ডেভিড মিলারের ব্যাটে ৪৮ বল বাকি থাকতে জয় তুলে নেয় দ.আফ্রিকা। আগের ম্যাচে সেঞ্চুরি বঞ্চিত (৯৩) ডুসেন এদিন ১২৩ বলে ৯টি চারে ৮০ রানে অপরাজিত থাকেন।
ক্যারিয়ারে সেরা ব্যাটিং করা ফেলুকওয়ায়ো ৮০ বলে ৭টি চার ও দুটি ছক্কায় ৬৯ করে অপরাজিত থেকেই দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৩১ রান করেন মিলার।
অলরাউন্ড নৈপুণ্য দেখানো ফেলুকওয়ায়োই ম্যাচ সেরা হন।
বাংলাদেশ সময়: ০৯২৩ ঘণ্টা, ২৩ জানুয়ারি, ২০১৯
এমএমএস