ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সুখবর দিলো মোশাররফ রুবেলের বায়োপসি রিপোর্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
সুখবর দিলো মোশাররফ রুবেলের বায়োপসি রিপোর্ট মোশাররফ হোসেন রুবেল। ছবি: সংগৃহীত

গেলো মঙ্গলবার (১৯ মার্চ) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে সম্পন্ন হয় ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের ব্রেইন টিউমারের সফল অস্ত্রোপচার। এবার জাতীয় দলের একসময়ের স্পিনার এবং ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরমার মোশাররফের বায়োপসি রিপোর্টও দিলো সুখবর।

জানা গেছে, বায়োপসি রিপোর্টে নেতিবাচক কিছু আসেনি। অর্থাৎ, ব্রেইন টিউমারে ক্যান্সারের কোনো জার্ম নেই।

বর্তমানে শঙ্কামুক্ত রুবেল। মোশাররফ রুবেলের ব্রেনে মিডল গ্রেড টিউমার ছিলো। তাই কেমোথেরাপি এবং রেডিওথেরাপি দুটোই দিতে হবে তাকে।

শনিবার (৩০ মার্চ) সিঙ্গাপুর থেকে দেশে ফিরবেন রুবেল। এক মাস পর থেকে শুরু হবে কেমো ও রেডিওথেরাপি। এ চিকিৎসার জন্যও পরবর্তীতে আবারও সিঙ্গাপুর যাবেন রুবেল।

বাংলাদেশ সময়: ১০৫২, মার্চ ২৭, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।