ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

খেলা

মাঠে গড়ালো বিকেএসপি কাপ টেনিস টুর্নামেন্ট

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৫
মাঠে গড়ালো বিকেএসপি কাপ টেনিস টুর্নামেন্ট

সারা দেশে চলমান তারুণ্যের উৎসবের ধারাবাহিকতায় ‘তারুণ্যের উৎসবে বিকেএসপি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে বিকেএসপি কাপ টেনিস টুর্নামেন্ট।  

উদ্বোধনী দিনে বিকেএসপির মিতু বাংলাদেশ টেনিস ফেডারেশনের বুশরাকে ৮-০ গেমে, বিকেএসপির কাব্য গায়েন মাদারীপুরের ইমরান চৌধুরীকে ৬-৩, ৬-১ সেটে এবং বিকেএসপির তাজ রাজশাহীর পূর্ণকে ৩-৬, ৬-১ ও ৬-২ সেটে পরাজিত করে শুভসূচনা করেন।

 

৫ দিনের এ টুর্নামেন্টে দেশের জেলা, ক্লাব, ফেডারেশন ও প্রতিষ্ঠানের হয়ে ২৪ টি দলের মোট ১১২ জন তরুণ-তরুণী ৯টি ইভেন্টে অংশগ্রহণ করবে। অংশগ্রহণকারী দলগুলো হলো– বাংলাদেশ টেনিস ফেডারেশন, ধানমন্ডি টেনিস ক্লাব, উত্তরা টেনিস ক্লাব, ঢকা ক্যান্টনমেন্ট টেনিস ক্লাব, রাজশাহী টেনিস কমপ্লেক্স, নওগাঁ টেনিস কমপ্লেক্স, ঝালকাঠি টেনিস ক্লাব, মেহেরপুর টেনিস ক্লাব, নরসিংদী টেনিস ক্লাব, মানিকগঞ্জ টেনিস ক্লাব, স্টেশন ক্লাব বগুড়া, বিপিএটিসি-সাভার, মাদারীপুর টেনিস ক্লাব, সিলেট টেনিস ক্লাব, মাগুড়া টেনিস ক্লাব, গোপালগঞ্জ টেনিস ক্লাব, খুলনা টেনিস ক্লাব, ঢাকা অফিসার্স ক্লাব, ঢাকা ইঞ্জিনিয়ার্স রিক্রেশন ক্লাব, গুলশান ক্লাব, জামালপুর টেনিস ক্লাব, নাটোর টেনিস ক্লাব ও স্বাগতিক বিকেএসপি।  

এ ধরনের আয়োজন বিকেএসপির খেলোয়াড়দের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজক কমিটির বিশ্বাস। আজ বিকেলে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন। তিনি বিকেএসপিতে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে দেশে চলমান তারুণ্যের উৎসবের সাথে সকলকে একাত্ম হওয়ার আহবান জানান এবং দেশব্যাপী টেনিস খেলার চর্চার ওপর গুরুত্বারোপ করেন।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্ণেল মো. গোলাম মাবুদ হাসান ও ক্রীড়া কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল মো. ইমরান হাসান। প্রতিযোগিতায় তারুণ্যদীপ্ত টেনিস খেলোয়াড়দের অংশগ্রহণে উৎসবমূখর হয়ে উঠেছে দশের একমাত্র সরকারি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি।  

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৫
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।