ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

৫ লাখ রুপিতে বিক্রি হলেন শচীনপুত্র অর্জুন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, মে ৫, ২০১৯
৫ লাখ রুপিতে বিক্রি হলেন শচীনপুত্র অর্জুন অর্জুন টেন্ডুলকার-ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পুত্র অর্জুন টেন্ডুলকার নিলামে সর্বোচ্চ পাঁচ লাখ রুপিতে বিক্রি হয়েছেন মুম্বাই টি-টোয়েন্টি লিগে। দ্বিতীয় মৌসুমের জন্য ১৯ বছর বয়সী বাঁহাতি পেস অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে আকাশ টাইগার্স মুম্বাই।

অলরাউন্ডার ক্যাটাগরিতে এক লাখ রুপির ঘরে ছিলেন অর্জুন। সেখান থেকে সর্বোচ্চ মূল্যে গিয়ে ঠেকেন।

অবশ্য মুম্বাইয়ের ফ্র্যাঞ্চাইজি লিগটিতে ৫ লাখের ওপরে কোনো খেলোয়াড়কে কেনার নিয়ম নেই।

শচীনপুত্র এর আগে ডিওয়াই পাতিল টি-টোয়েন্টি কাপে অনবদ্য পারফরম্যান্স করেছিলেন। যার পুরস্কার হিসেবে তিনি মুম্বাইয়ের অনূর্ধ্ব-২৩ ঘরোয়া ওয়ানডে প্রতিযোগিতায় ডাক পান। এছাড়া মুম্বাইয়ের হয়ে অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৯ দলেও ছিলেন অর্জুন। এছাড়া ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষেও খেলেছেন তিনি।

অর্জুনের মতো সর্বোচ্চ ৫ লাখ রুপিতে সুজিত নায়েককে দলে নিয়েছে বান্দ্রা ব্লাস্টার্স। আট দলের এই ফ্রাঞ্চাইজি লিগ শুরু হবে ১৪ মে।

বাংলাদেশে সময়: ১৪১২ ঘন্টা, মে ০৫, ২০১৯ 
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।