ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কোপা দেল রে ফাইনাল খেলবেন না সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, মে ১০, ২০১৯
কোপা দেল রে ফাইনাল খেলবেন না সুয়ারেজ লুইস সুয়ারেজ। ছবি: সংগৃহীত

সদ্য চ্যাম্পিয়নস লিগে হেরে ট্রেবল জয়ের স্বপ্ন বিসর্জন দিয়েছে বার্সেলোনা। সেই ক্ষত না শুকাতেই আরেকটি দুঃসংবাদ কাতালান সমর্থকদের জন্য। ডান হাঁটুতে অপারেশনের জন্য লুইস সুয়ারেজ কোপা দেল রে ফাইনাল খেলবেন না বলে জানিয়েছে বার্সেলোনা।

২৫ মে সেভিয়ার মাঠে কোপা দেল রে’র ফাইনালে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে বার্সা। তবে তার আগেই শল্য চিকিৎসকের ছুরির নিচে যেতে হচ্ছে সুয়ারেজকে।

সুস্থ হতে অন্তত ছয় সপ্তাহ লাগতে পারে তার। মৌসুমের শুরুতেও বার্সার এই উরুগুইয়ান ফরোয়ার্ডকে ডান হাঁটুর অপারেশন করতে হয়েছে।

চলতি মৌসুমে ৩২ বছর বয়সী সুয়ারেজ বার্সার জার্সিতে ২৯ ম্যাচে ২৫ গোল করেন। ২০১৪ সালে ৭৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে লিভারপুল ছেড়ে ক্যাম্প ন্যু’য়ে আসেন তিনি।  

কোপা দেল রে’র গত চার আসর টানা চ্যাম্পিয়ন বার্সেলোনা। আসরের রেকর্ড সর্বোচ্চ ৩০ শিরোপাও জিতেছে তারা।  

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, মে ১০, ২০১৯
ইউবি/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।