যুদ্ধাংদেহি অ্যাশেজের প্রথম দিনেই স্বাগতিক ইংল্যান্ড চেপে ধরেছে অস্ট্রেলিয়াকে। স্টুয়ার্ট ব্রড ও ক্রিস ওকস মিলে ৩৫ রানেই তুলে নেন ৩ উইকেট।
১৮ মাস পরে টেস্টে ফিরে লজ্জাজনক শুরু হয়েছে ওয়ার্নার ও ব্যানক্রফটের। শুরুতেই উইকেট বিদায় নিয়েছেন এই দুই ওপেনার। তাদের পর দ্রুত ফিরে গেছেন উসমান খাজাও। ইনিংসের চতুর্থ ওভারেই অজিদের ওপর আঘাত হানেন ব্রড। ১৪ বলে ২ রান করা ডেভিড ওয়ার্নারকে এলবিডব্লিউ করে সাজঘরে ফিরিয়ে দেন তিনি। দলীয় রানও তখন দুই।
এরপর ইনিংসের ৮ম ওভারে দলীয় ১৭ রানে ফেরান ব্যানক্রফটকে। ২৫ বলে ৮ রান করা ব্যানক্রফটকে রুটের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন ব্রড। ১৭ রানে ২ উইকেট হারানোর পর জুটি বাধার চেষ্টা করেন স্টিভেন স্মিথ আর উসমান খাজা। কিন্তু এই জুটিও বেশিক্ষণ টিকতে পারেনি। অস্ট্রেলিয়ার ৩৫ রানের মাথায় উসমান খাজাকে ফিরিয়ে দেন ক্রিস ওকস।
এ রিপোর্ট লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৩১.১ ওভারে ৯৭ রান। ২৮ রানে স্মিথ এবং ৩৫ রানে ট্রাভিস হেড অপরাজিত আছেন।
বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
এমকেএম/ইউবি