ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বায়ার্নকে হারিয়ে জার্মান সুপার কাপ জিতল ডর্টমুন্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৯
বায়ার্নকে হারিয়ে জার্মান সুপার কাপ জিতল ডর্টমুন্ড ছবি:সংগৃহীত

চিরপ্রতিদ্বন্দ্বী বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়ে জার্মান সুপার কাপের চ্যাম্পিয়ন হলো বুরুশিয়া ডর্টমুন্ড। জয়ী দলের হয়ে একটি করে গোল করেন পাকো আলকাসের ও জেডন সানচো।

ডর্টমুন্ডের মাঠ সিগনাল ইদুনা পার্কে শনিবার মৌসুমের শুরুর এই ফাইনালে মাঠে নামে দু’দল। যেখানে ম্যাচের প্রথমার্ধ কোনো গোল হয়নি।

তবে বিরতির পর ৪৮ মিনিটে আলকাসের ও ৬৯ মিনিটে সানচো গোল করে বুরুশিয়ার জয় নিশ্চিত করেন।

জার্মানির ঘরোয়া সর্বোচ্চ লিগ বুন্দেসলিগা ও জার্মান কাপজয়ীর মাঝে প্রতি মৌসুমে শুরুতে এই এক ম্যাচে টুর্নামেন্ট হয়ে থাকে। তবে গতবার দুটি শিরোপাই ঘরে তোলে বায়ার্ন। তাই লিগের রানার্সআপ ডর্টমুন্ডের মুখোমুখি হয় বাভারিয়ানরা।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।