ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ছেলেদেরও ছাড়িয়ে যাওয়ার পথে ব্রাজিলের মেয়ে ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
ছেলেদেরও ছাড়িয়ে যাওয়ার পথে ব্রাজিলের মেয়ে ফুটবলাররা ব্রালিলের ক্লাব করিন্থিয়ানসের নারী ফুটবল দল: ছবি-সংগৃহীত

টানা জয়ের রেকর্ডে ওয়েলস প্রিমিয়ার লিগের ক্লাব দ্য নিউ সেইন্টসকে (টিএনএস) ছুঁয়ে ফেলেছে ব্রাজিলের ক্লাব করিন্থিয়ানসের নারী ফুটবল দল। ছেলেদের ফুটবলের শীর্ষ লিগে রেকর্ড টানা ২৭ জয় পেয়েছিল টিএনএস। এবার সেই রেকর্ডে ভাগ বসিয়েছে ব্রাজিলের ক্লাবটি।

রোববার (১৮ আগস্ট) ফেরোভিয়ারিয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত করার পর নিজেদের ২৭তম জয় নিশ্চিত করে করিন্থিয়ানসের নারী ফুটবল দল।  

২০১৬ সালের ডিসেম্বরে ডাচ ক্লাব আয়াক্সের ৪৪ বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ জয়ের রেকর্ডটি গড়ে টিএনএস।

 

আগামী বুধবার (২১ আগস্ট) ঘরের মাঠে সাও হোসের বিপক্ষে জয় পেলে টানা ২৮ জয় নিয়ে টিএনএস-এর রেকর্ডটি ভেঙে ফেলবে ব্রাজিলের নারী ফুটবলের সিরি এ লিগের ক্লাব করিন্থিয়ানস।  

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।