ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

সিঙ্গাপুর পৌঁছেছে অনূর্ধ্ব-২১ নারী হকি দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৯
সিঙ্গাপুর পৌঁছেছে অনূর্ধ্ব-২১ নারী হকি দল ছবি:সংগৃহীত

এয়ার এশিয়া ওমেন্স জুনিয়র এএইচএফ কাপ হকি ২০১৯ টুর্নামেন্টে অংশ নিতে বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে সিঙ্গাপুর পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব ২১ নারী হকি দল। এর আগে সকাল ৮ টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটে করে ঢাকা ছেড়ে যায় দলটি।

টুর্নামেন্ট চলাকালীন সিঙ্গাপুরের সেরাঙ্গুনের হোটেল মিত্রা ইনে অবস্থান করবে দল। হেড কোচ তারিকুজ্জামান নান্নু জানান, একদিন বিশ্রাম নিয়ে বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু করবে দল।

আয়োজক কমিটি ও অংশগ্রহণকারী দলগুলোর সাথে আলোচনা করে প্রস্তুতি ম্যাচ আয়োজনের চেষ্টা করা হবে।

শেষ মুহূর্তে নেপাল নাম প্রত্যাহার করে নেয়ায় টুর্নামেন্টে বাংলাদেশসহ মোট ৬টি দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলবে। পরিবর্তিত ফিকশ্চারে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হবে ম্যাচ। টুর্নামেন্টের সেরা দুই দল অংশ নেবে ওমেন্স জুনিয়র এশিয়া কাপ ২০২০-এ।

আগামী ৯ সেপ্টেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে দ্বিতীয় দিন শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।